বনগাঁ: গানে বা কথায় নয়, রেলের পরিত্যক্ত ৯২টি টিকিটের উপর মোম কালার দিয়ে এঁকে ফেললেন তাঁর প্রিয় শিল্পী লতা মঙ্গেশকরের ছবি। দিলেন এক অন্যরকম শ্রদ্ধার্ঘ। দেখুন ভিডিও
তিনি কিংবদন্তি লতা মঙ্গেশকর । বিরানব্বই বছর বয়সে প্রায় মাসখানেকের লড়াই শেষে প্রয়াত হন । বিভিন্ন স্বনামধন্য সংগীত শিল্পী থেকে সুরকার, গীতিকার সকলেই ইতিমধ্যেই লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁদের কাজের স্মৃতি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মাধ্যমে। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁপাবেড়িয়ার যুবক শান্তনু দত্ত পরিত্যক্ত ৯২টিরেলের টিকিটে প্রয়াত লতা মঙ্গেশকরের ছবি এঁকে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এখানেই বিষয়টি থেমে থাকেনি । তাঁর আঁকা ছবি ইতি মধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য মনোনীত হয়েছে । আর তাতেই খুশি শিপী শান্তনু দত্ত ও তাঁর পরিবার I