Independence Day 2022: ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে বনগাঁ শহরের প্রস্তুতি, সঙ্গে ফিরে দেখা ইতিহাস! দেখুন ভিডিও

0
1142

অর্পিতা বনিক, বনগাঁ: ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে এসে এই বছর ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তি পালন করবে ভারত। সোমবার স্বাধীনতা দিবস পালনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশজুড়ে। তবে করোনা অতিমারীর কারণে গত দু’ বছর স্বাধীনতা দিবস উদযাপনেও ছিল বিধিনিষেধের কড়াকড়ি। কিন্তুু এই বছর করোনার প্রভাব অনেকটাই কম থাকায় ৭৫তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরকদমে ৷ দেখুন ভিডিও:


২০০ বছর ইংরেজ শাসনের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা লাভ করে ভারত। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে জয়লাভ থেকেই এ দেশে ইংরেজ শাসনের শুরু বলে ধরা হয়। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতীয়দের হাতেই ভারতের শাসনভার তুলে দেন তত্‍কালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন।

স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে দেশভাগও হয়। একটি দেশ ভেঙে তৈরি হয় দুটি রাষ্ট্র – ভারত ও পাকিস্তান। ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসির জেরে দেশভাগের পাশাপাশি দেখা দেয় প্রাণঘাতী সংঘর্ষ। মৃত্যু হয় হাজার হাজার মানুষের। দেশভাগের ফলে উদ্বাস্তুতে পরিণত হন অন্তত ১৫০ লক্ষ মানুষ।

স্বাধীনতা দিবসে আমরা সেই সব বীর শহিদদের কথা মনে করি, যাঁদের আত্মবলিদান ছাড়া স্বাধীনতাপ্রাপ্তি সম্ভব ছিল না। তাঁরা জানতেন যে স্বাধীনতার সূর্য হয়তো তাঁরা দেখে যেতে পারবেন না, তবু পরবর্তী প্রজন্ম যাতে স্বাধীন বাতাসে শ্বাস নিতে পারে, তার জন্য নিজেদের জীবন উত্‍সর্গ করতে পিছপা হননি তাঁরা।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশের প্রথম স্বাধীনতা দিবসে লালকেল্লায় তিরঙ্গা পতাকা উত্তোলন করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তারপর থেকে প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী। তারপরে হয় ভারতীয় সেনার বিভিন্ন ব্যাটেলিয়নের ন্যাশনাল প্যারাড। অনেক জায়গায় এদিন আকাশে ঘুড়িও ওড়ানো হয়ে থাকে।

আমাদের দেশ ভারতবর্ষ তার স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করতে চলেছে ৷সকল ভারতবাসী এই ঐতিহাসিক স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিচ্ছেন সম্পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। ভারতের প্রত্যেক কোণায়, বাড়িতে বাড়িতে এখন শুধু ত্রিবর্ণ রঞ্জিত পতাকা দেখা যাচ্ছে।

প্রস্তুতি নিতে ভারতের এমন কোনো প্রান্ত বাকি নেই, যেমন সীমান্ত শহর বনগাঁতেও ক্ষুদ্র ভারতের দর্শন আমরা করতে পারছি এখানকার প্রস্তুতির মাধ্যমে৷

১৩ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ভারতের প্রত্যেক বাড়িতে এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেই মতো দেশজুড়ে চলছে তারও প্রস্তুতি ৷ বনগাঁ পুরসভার উদ্যোগে ৭৫তম স্বাধীনতা দিবসের পূর্তি ও ১৫ আগষ্ট উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পুর প্রধান গোপাল শেঠ।

Previous articleWeather: শক্তি বাড়াবে নিম্নচাপ,মুষলধারে বৃষ্টিতে ভাসবে বাংলার উত্তর থেকে দক্ষিণ
Next articleDesher Samay E paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here