অর্পিতা বনিক , বনগাঁ: প্রায় দুই শতক ব্রিটিশ শাসনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান দেশের মানুষকে এনে দেয় স্বাধীনতার স্বাদ। ১৯৪৭ সালের ১৫ অগস্টকে প্রথম স্বাধীনতা দিবস ধরলে, এ বছর ১৫ অগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হবে।
কিন্তু নেটিজেনদের একাংশ আবার এই গণনার বিষয়ে অন্য একটি যুক্তি দেখাচ্ছেন। তাঁদের যুক্তি অনুযায়ী ১৯৪৮ সালের ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসের এক বছর পূর্ণ হয়েছে। সেই হিসাব অনুযায়ী এ বছরের স্বাধীনতা দিবস ৭৬ তম।
সংখ্যাতত্ত্বের বিচারে যাই হোক না কেন, স্বাধীনতা দিবস ভারতের কাছে এক বিশেষ দিন। প্রতি বছরের মতো এ বছরেও সাড়ম্বরে পালিত হবে এই দিনটি। ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। প্রতি বছরের মতো ১৫ অগস্ট দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেজে উঠছে লালকেল্লা ৷জাতির উদ্দেশে ভাষণও দেবেন তিনি। দেখুন ভিডিও
স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা রেড রোডে
কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। সেখানে গার্ড অব অনার প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের পতাকায় সেজেছে শহরের দোকান! রয়েছে পতাকার রঙের গয়না ও ৷ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিক্রি হচ্ছে পতাকা। শহরের আনাচে-কানাচে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে বিভিন্ন আকারের পতাকা।
বিভিন্ন দোকানে ছোট থেকে বড় সব ধরনের পতাকা বিক্রি শুরু হয়ে গিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের দিন সকালে পতাকা উত্তোলন করা হবে।
এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তার পাশাপশি হবে জাতীয় পতাকা উত্তোলন। শহরের আনাচে-কানাচে বিভিন্ন জায়গায় এই ছবি চোখে পড়বে এটা নিশ্চিত।
তবে এবারের স্বাধীনতা দিবসের উপলক্ষ্যে বেশ অনেকটা আগে থেকেই এইসমস্ত পতাকা ও বিভিন্ন রকমারি জিনিসের সম্ভারের দেখা মিলেছে বাজারের মধ্যে। মূলত সেই কারণেই প্রতিদিন কম বেশি ভিড় লেগেই থাকছে দোকান গুলির মধ্যে।
শুধুমাত্র পতাকাই নয় পতাকার পাশাপাশি বিক্রি পতাকার রঙের ব্যাচ এবং তেরঙা রিস্ট ব্যান্ড। এছাড়াও গাড়িতে লাগানো ছোট ছোট পতাকা স্ট্যান্ড। বাচ্চা থেকে বড় সকলেই এই পতাকা গুলি কিনছেন দোকানে ভিড় করে ৷
বনগাঁ শহরের আনাচে কানাচে ১৫ই আগস্টের আগে মূলত এই সমস্ত রকমারি দোকানের সম্ভার দেখতে পাওয়া যায়। তাই ১৫ই অগাস্ট আসা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যে বেশ ভালই ভিড় থাকে বনগাঁ শহরের বাজার এলাকায়।
এ বছর স্বাধীনতা দিবসের থিম ‘নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট’। এ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমৃত কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। সেই যাত্রার অধীনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে সাত হাজার পাত্রে মাটি আনা হয়েছে। সেই মাটি জড়ো করে দিল্লির অমৃত বাটিকায় লাগানো হবে চারা গাছ।
বনগাঁ পৌরসভার উদ্যোগে যশোর রোডের দু’পাশে শতাব্দী প্রাচীন মৃত গাছের কান্ডে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তি যুদ্ধের স্মৃতি ও অশোক স্তম্ভ ৷ যা প্রতীকী হিসাবে সংরক্ষিত থাকবে এই শহরে ৷