Imran Khan: ‘ভারত কোনও শক্তিধর দেশের কথায় চলে না!’ ‘বিদায়বেলায়’ প্রশংসা ইমরানের!

0
1134

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রিত্ব হারাতে চলেছেন ইমরান খান তা মোটামুটি নিশ্চিত।

সুপ্রিম কোর্টের রায়ের পর আজ তাঁর বিরুদ্ধে ফের অনাস্থা ভোট আনা হবে, যাতে তাঁর হেরে যাওয়া নিশ্চিত। এই পরিস্থিতিতে লম্বা ভাষণ দিলেন তিনি, তাতে উঠে এল ভারতের প্রসঙ্গও। ভারতের প্রতি প্রশংসাই ঝরে পড়ল তাঁর গলায়। বললেন, আত্মসম্মান কাকে বলে তা ভারতের কাছে শেখা উচিত ভারতের। এমনকী ইমরান এও বলেন, ‘ভারত নিজেকে নিয়ে অত্যন্ত গর্বিত। কোনও মহাশক্তি তাদের মাথা নোয়াতে পারে না।’

বলাই বাহুল্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের কোনও পক্ষ না নেওয়ার প্রসঙ্গ তুলেছেন ইমরান। ভারত রাশিয়াকেও সমর্থন করেনি আবার আমেরিকা বা পশ্চিমী দুনিয়ার সুরেও গলা মেলায়নি। আন্তর্জাতিক চাপ থাকলেও ভারত নিজের অবস্থান থেকে একচুল নড়েনি। 

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ ইমরান। বিধায়করা যেভাবে বিক্রি হচ্ছেন তা নিয়েও কড়া কথা বললেন তিনি। তাঁর কথায়, ‘বিধায়করা ভেড়ার মতো বিক্রি হয়ে যাচ্ছে। সাংসদদের যেভাবে বেচাকেনা চলছে তা কলা গণতন্ত্রেও দেখা যায় না।’ সংবাদমমাধ্যমের বিরুদ্ধে তোপ দেগে ইমরান বললেন, ‘মিডিয়ার আদৌ কোনও লজ্জা নেই। 

তারা সরকারের পতন উদযাপন করছে।’ এই পরিস্থিতির জন্য বৈদেশিক শক্তির হাতের অভিযোগ আগেই করেছিলেন ইমরান। এবার বললেন, ‘আমরা জানতে পেরেছি মার্কিন কূটনীতিকরা আমাদের লোকদের সঙ্গে দেখা করছিল। তারপরেই ওদের পরিকল্পনা জেনে যাই। সবাইকে বলতে চাই, কী চাই তা আপনারাই সিদ্ধান্ত নেবেন। আপনারা নিশ্চয়ই দাস হয়ে থাকতে চান না?’ 

আস্থা ভোটের আগে আমজনতার সহানুভূতিই এখন ইমরানের শেষ ভরসা৷ তিনি বলেন, ‘আপনাদের দেশের সার্বভৌমত্ব এখন আপনাদের হাতেই৷ আপনাদেরই তা রক্ষা করতে হবে৷ যদি আপনারা দৃঢ় অবস্থান না নেন, ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন, সবসময় তাদেরকে বিশ্বের শক্তিধর দেশগুলিকে সন্তুষ্ট করে চলতে হবে৷’

এই প্রসঙ্গেই ইমরান বলেন, ‘ভারত নিজেদের নিয়ে খুবই গর্ববোধ করে৷ কোনও শক্তিধর দেশই নিজেদের শর্তে ভারতে চালনা করতে পারে না৷ মনে রাখতে হবে আমাদেরও টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলা যায় না৷ বাইরে বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন, নিজেদের স্বাধীনতাকে রক্ষা করুন৷ এই নাটকের প্রতিবাদ করুন৷’

Previous article২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত
Next articleBangaon News : বনগাঁয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনি ভেবে আইনজীবী স্বামীকে গণধোলাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here