‘আল্লা আমায় জীবন দিলেন!’ ডান পায়ে বুলেটের ক্ষত নিয়ে বললেন ইমরান
দেশের সময় ওয়েবডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলির ঘটনায় অবশেষে মুখ খুলল সেই আততায়ী ৷ গ্রেফতার হওয়ার পর ক্যামেরার সামনে সে গুলি করার কথা স্বীকারের পাশাপাশি কেন গুলি চালিয়েছিল, তাও জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি দেশের সময় অনলাইন৷
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সেই আততায়ী জানিয়েছে, ‘আমি ইমরান খানকে খুন করতে গিয়েছিলাম। কারণ ও পাকিস্তানের জনগণকে বিপথে চালিত করছে।’ আজ বিকেলে গুজরানওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছিলেন ইমরান। তাঁর সভাস্থলে কীভাবে সে পৌঁছল, এই কথাও জানিয়েছে ওই হামলাকারী।
সে জানায়, প্রথমে বাইক নিয়ে গুজরানওয়ালায় যায় সে। এরপর সেখানে এক আত্মীয়ের বাড়িতে নিজের বাইকটি রেখে ঘটনাস্থলে যায়।
The alleged attacker says he shot #ImranKhan because he couldn’t see him misleading the nation. What even 🖐️🏻 pic.twitter.com/uRym5xljyR
— Wajahat Kazmi (@KazmiWajahat) November 3, 2022
প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের শেহবাজ শরিফের বিরুদ্ধে জনমত গড়তে আজ মিছিল শুরু করেছেন ইমরান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পূর্ণ শক্তি নিয়ে রাস্তায় নেমেছে। এদিন একটি ট্রাকের মাথায় দাঁড়িয়েছিলেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী।
পদযাত্রা যাচ্ছিল পাকিস্তানের গুজরানওয়ালা দিয়ে। সেই সময়েই ইমরানকে তাক করে গুলি করা হয়।
ভিডিওতে দেখা গিয়েছে, ইমরানের ডান পা দিয়ে রক্ত ঝরছে। তাঁর পাশাপাশি জখম হয়েছেন আরও চার জন। ভিড়ের মধ্যে থেকে যেই তরুণ গুলি চালিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে, তাকে সেখানেই গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করতেই গুলি করার কারণ খোলসা করে ওই আততায়ী।
ডান পায়ে গুলি লেগেছে ইমরান খানের লাহোরের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ, বৃহস্পতিবার বিকেলের মিছিলে এলোপাথাড়ি গুলি চলতে শুরু করার পরে কার্যত কান ঘেঁষে প্রাণে বেঁচে গেছেন তিনি। হাসপাতাল থেকে বার্তা দিয়ে জানিয়েছেন, ‘আমায় যেন আরও একটা বাঁচার সুযোগ দিলেন আল্লা। সেই আল্লার ইচ্ছেয় আমি আবারও লড়াই করব।’
Moment when unknown armed man opened fire on #ImranKhan and long march's container. #TOKAlert pic.twitter.com/2ZMHrZOciJ
— Times of Karachi (@TOKCityOfLights) November 3, 2022
পাকিস্তানের শেহবাজ শরিফের বিরুদ্ধে জনমত গড়তে এই মিছিল শুরু করেছেন ইমরান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পূর্ণ শক্তি নিয়ে রাস্তায় নেমেছে। এদিন একটি ট্রাকের মাথায় দাঁড়িয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। পদযাত্রা যাচ্ছিল পাকিস্তানের গুজরানওয়ালা দিয়ে। সেই সময়েই ইমরানকে তাক করে এলোপাথাড়ি গুলি করা হয়।
ভিডিওতে দেখা গিয়েছে, ইমরানের ডান পা দিয়ে রক্ত ঝরছে। জখম হয়েছেন আরও চার জন। ভিড়ের মধ্যে থেকে এক তরুণ গুলি চালায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে। তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান, এই হামলার ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত রয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আততায়ী একটি একে-৪৭ নিয়ে এসেছিলেন। হামলায় মোট ৯ জন আহত হয়েছেন।
অন্যদিকে, এই হামলার নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইমরান ও অন্যান্য আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি জানিয়েছেন, পাক সরকার পঞ্জাব সরকারকে সবরকমভাবে সাহায্য করবে। দেশের রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। আরেক পাক মন্ত্রী মহম্মদ বশরাত রাজা জানিয়েছেন, পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আততায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। টুইট করে পাক মন্ত্রী বলেছেন, “ইমরান খান সুরক্ষিত আছেন। কন্টেইনারের কাছে গুলিচালনার ঘটনার দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী। আইজি পঞ্জাবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।”
ইমরান খানের উপর এই হামলা উসকে দিয়েছে বেনজির ভুট্টো হত্যার স্মৃতি। ২০০৭ সালে ভোটের প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে দুষ্কৃতি হামলায় প্রাণ গিয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। তাঁর সভা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তারপরই আত্মঘাতী বোমা হামলাও হয়। এদিন ইমরান খানের উপর হামলার পরই ভারতর বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ওয়াজিরাবাদের জাফর আলি খান চকে এক প্রতিবাদ সভায় আততায়ীদের গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত পরিস্থিতির উপর নজর রাখছে।