Iman Chakrabarty: গায়িকা ইমন চক্রবর্তীকে যৌন হেনস্থা , শহরে ‘নিরাপদ নন ইমনই, তাহলে বাকিরা… ?’ফেসবুকে উগরে দিলেন ক্ষোভ

0
833

দেশের সময় , কলকাতা: জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে মধ্যরাতে প্রকাশ্যে রাস্তায় করা হয়েছে কদর্য মন্তব্য। এমনকি যৌন ইঙ্গিতপূর্ণ নানা কথাও বলা হয়েছে তাঁকে। ইমনের অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানায় দায়ের হয়েছে এফআইআরও। এ খবর এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন।

কিন্তু ঠিক কী ঘটেছিল গত রাতে? কোথা থেকেই বা হল ঘটনার সূত্রপাত? জানালেন ইমন। তিনি জানিয়েছেন, দক্ষিণ কলকাতায় প্রায়প্ দিন রাতেই তিনি তাঁর স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবারও তেমনই খেলতে গিয়েছিলেন। খেলার পরে সবার সঙ্গেই একটি ফলের দোকানে যান গায়িকা। তাঁর অভিযোগ, সেখানেই এক ব্যক্তি বিভিন্ন ফলের নাম করে তাঁর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করতে থাকে। অশালীন ভাবে তাকায়, কুইঙ্গিতও করে।

ইমনের অভিযোগ, অনেকক্ষণ ধরেই ইমনের দিকে তাকিয়ে ছিলেন ওই ব্যক্তি। ইমন ভেবেছিলেন পাত্তা দেবেন না। কিন্তু ওই ব্যক্তি নাকি হঠাৎই যৌনইঙ্গিত পূর্ণ নানা মন্তব্য করতে শুরু করেন ইমনকে লক্ষ্য করে। ‘আপেল ম্যাডামকে বেশি করে দে, কলা কিনে দে’–ইত্যাদি নানা মন্তব্য উড়ে আসতে থাকে ওই তরফে।

এর পরেই রিজেন্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ইমন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতারও করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার মামলা রুজু হয়েছে।

ইমন জানিয়েছেন পুলিশের কাছ থেকে দ্রুত সাহায্য পেয়েছেন তিনি। দায়ের করেছেন এফআইআর। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত ওই ব্যক্তির নাম রঞ্জন মজুমদার। তবে ট্রমা কিছুতেই কাটছে না তাঁর। যেভাবে কুরুচিকর দৃষ্টি দিয়ে ওই ব্যক্তি সর্বাঙ্গ মাপছিল ইমনের তা যে কতটা নোংরা সে কথাই বারেবারে বলছেন ইমন। ঘটনায় চিন্তিত শহরবাসী। তাঁদের একটাই প্রশ্ন, “ইমন তারকা, তাঁর উদ্দেশেই এমন আচরণ, তাহলে বাকিরা? সাধারণ মানুষ কতটা নিরাপদ”? তবে এই ক্ষেত্রে পুলিশি তৎপরতায় কিছুটা হলেও স্বস্তিতে সকলেই।


ইমন বলেন, “আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এ সব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় করতাম। এমন দেখলে প্রতিবাদ করুন। প্রশাসনকে জানান। পুলিশ ব্যবস্থা নেয়। সাহস করে বেরিয়ে আসুন শুধু।”

Previous articleWeather Update: উষ্ণতম দোল কাটাবে বঙ্গবাসী! চলতি সপ্তাহে কতটা গরম পড়বে? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
Next articleJalpaiguri news: মাধ্যমিকের শেষদিন আবির খেলায় মাতল পরীক্ষার্থীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here