Howrah to Puri: মাত্র ৪ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছে যাবেন এবার , দ্রুতগতির ট্রেন চালুর সিদ্ধান্ত রেলমন্ত্রকের

0
537

দেশের সময় ওয়েবডেস্কঃ কথাতেই আছে বাঙালির ঘুরতে যাওয়ার অর্থ হল- ‘দী-পু-দা’! অর্থাৎ দীঘা-পুরী-দার্জিলিং। আর এবার সেই জগন্নাথ ধাম পুরীতে যেতে আর বেশি সময় লাগবে না। মাত্র ৪ ঘণ্টাতেই শ্রীক্ষেত্রতে পৌঁছনো যাবে। অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নিচ্ছে রেল মন্ত্রক। হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।

শীঘ্রই দেশের মোট আটটি জায়গায় দ্রুতগতির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যার মধ্যে তিনটি রুটে ট্রেন চলবে হাওড়া স্টেশন থেকে।

জানা গিয়েছে, হাওড়া থেকে মুম্বই, চেন্নাই এবং পুরি রুটে হাইস্পিড এই ট্রেন চলবে। হাওড়া-মুম্বই রুটে হাই স্পিড ট্রেন যাবে ১ হাজার ৯৬৫ কিলোমিটার। যেখানে দুরন্ত এক্সপ্রেসে এখন মুম্বই যেতে সময় লাগে ২৭ ঘণ্টা, সেখানে এই হাইস্পিড ট্রেনে সময় লাগবে মাত্র ১৪ ঘণ্টা।

হাওড়া-চেন্নাই রুটে ১ হাজার ৬৫২ কিলোমিটার যাবে এই হাইস্পিড ট্রেন। এখন চেন্নাই মেল এ সময় লাগে ২৮ ঘণ্টা। কিন্তু হাই স্পিড ট্রেন এর সময় লাগবে ১৩ ঘণ্টা।
এদিকে হাওড়া থেকে পুরী দূরত্ব ৫০২ কিলোমিটার শতাব্দী এক্সপ্রেসে এখন সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা। হাই স্পিড ট্রেনে মাত্র চার ঘণ্টার মধ্যেই পৌঁছে পুরী পৌঁছে যাওয়া যাবে। জানা গিয়েছে, হাই স্পিড ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

Previous articleIndian Railways Regular train restore: পুরোনো ফর্মে ফিরছে ভারতীয় রেল, কেমন হবে সফর খরচ জানুন
Next articleTMC Luizinho Faleiro:গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করে ফেললো তৃণমূল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here