পেশা নির্বাচনের ক্ষেত্রে অনেকেরই পছন্দের পেশা সাংবাদিকতা। যাঁর মূল মন্ত্রই হল যে কোনও ঘটনার আসল সত্যিটা দর্শকদের কাছে তুলে ধরা। আর এই প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য যতখানি প্রয়োজন সাহসিকতার, ততটাই প্রয়োজন অনুসন্ধিৎসু মনেরও। আর আর কী কী প্রয়োজন একজন দক্ষ সাংবাদিক হয়ে ওঠার জন্য? তারই টিপস রইল নীচে :
স্কুল জীবনে পড়ার সময় থেকেই সাংবাদিক হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু, কীভাবে পড়াশোনা করলে, কীভাবে ছোট থেকে প্রস্তুতি নিলে সহজেই পাওয়া যায় সাংবাদিকতার দুনিয়ায় চাকরি?
এ এক ভারী মজার পেশা, পেশার থেকেও নেশা বলাই শ্রেয়। একজন সাংবাদিকের সমাজে ভূমিকা ঠিক ততটাই যতটা একজন শিক্ষকের ভূমিকা তাঁর ছাত্রের জীবনে। কারণ তাঁদের মাধ্যমেই সকালে ঘুম থেকে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি মানুষ জানতে পারে দেশ-কাল-সমাজে কী ঘটে চলেছে। গ্যাসের দাম কত বাড়ল, আবহাওয়া কেমন থাকবে, দেশের অর্থনীতির হালচাল কী, রাজ্য-রাজনীতির খবরাখবর, এসবই আমজনতার কাছে পৌঁছে দেন একজন সাংবাদিক।
তাই এই পেশার দায়িত্ব, ঝুঁকি যেমন অনেক, তেমনই সম্মানটাও রয়েছে বেজায়। কিন্তু ছোট থেকে অনেকেই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখলেও কী নিয়ে পড়লে সহজেই হতে পারে লক্ষ্য পূরণ তা বুঝতে গিয়ে দিশাহীন হয়ে পড়েন অনেক পড়ুয়া। এ ক্ষেত্রে মনে রাখা ভালো, ডাক্তার হতে গেলে যেমন ডাক্তারি পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তেমন কোনও বাধ্যবাধকতা কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে নেই। অর্থাৎ, সাংবাদিক হতে গেলে আপনাকে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা বা গণজ্ঞাপন বিষয়ে পড়তেই হবে, অথবা নিদেনপক্ষে ডিগ্রি লাগবেই এমন মাথার দিব্যি কোথাও দেওয়া নেই।
তবে এক জন ভাল সাংবাদিক হতে প্রয়োজন সততা, ধৈর্য, নিয়মিত পড়াশোনা এবং সঠিক উপস্থাপনা।
বর্তমানে সাংবাদিকতা পেশায় বিপুল ভাবে ঝুঁকছে নতুন প্রজন্ম। দ্বাদশ শ্রেণী পাশের পর এই বিষয় পড়াশোনার সুযোগও বেড়েছে। তবে, অনেকেই আগ্রহের বশে এই বিষয় নিয়ে পাঠ্যক্রম শুরু করলেও, মাঝপথে ছেড়ে বেরিয়ে যান। এই প্রতিবেদনে সাংবাদিক হওয়ার খুঁটিনাটি আলোচনা করা হল।
দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৫০ শতাংশ নম্বরে পাশ করার পর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হয়। তবে, অন্য কোনও বিষয় নিয়েও কোনও শিক্ষার্থী স্নাতক পাশ করে সাংবাদিক হতে পারেন। সাংবাদিক হতে প্রয়োজন ভাষার বিশেষ দক্ষতা থাকার।পশ্চিমবঙ্গে সাংবাদিক হতে বাংলা, ইংরেজি, এই দু’টি ভাষার উপর বিশেষ দক্ষতা থাকা বাঞ্ছনীয়। অন্য কোনও বিভাগে স্নাতক পাশ করার পর শিক্ষার্থীরা সাংবাদিকতা বিষয় নিয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্সও করতে পারেন।
সাংবাদিক হওয়ার প্রয়োজনীয় দক্ষতা
ভাষার উপর দক্ষতা
ভাল জ্ঞাপন ক্ষমতা
সতর্কতা
আত্মবিশ্বাস
ধৈর্য এবং অধ্যবসায়
সহ্যশক্তি
যে কোনও সঙ্কটমূলক পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রাখতে হবে। সাম্প্রতিক ঘটনাবলী সমন্ধে ওয়াকিবহল থাকতে হবে। বিশেষত, রাজনীতি, খেলা, বিনোদন-সহ সাধারণ জ্ঞান এবং যাবতীয় বিষয়ে সচেতন থাকতে হবে।
সাংবাদিকতা পাশের পর এক জন শিক্ষার্থী তাঁর আগ্রহের উপর ভিত্তি করে বাছাই করে নিতে পারেন তিনি কোন বিভাগে সাংবাদিকতা করতে চান। নীচে বিভাগগুলি আলোচনা করা হল।
প্রিন্ট মিডিয়া:
খবরের কাগজ
ম্যাগাজিন
ট্যাবলয়েড
নিউজ লেটার
ইলেক্ট্রনিকস মিডিয়া:
টেলিভিশন
রেডিয়ো
অনলাইন মিডিয়া
এই বিভাগগুলির মধ্যে নির্বাচনের পর শিক্ষার্থীকে বাছাই করে নিতে হয় সাংবাদিকতার কোন দিকে তিনি অগ্রসর হবেন। অর্থাৎ, রাজনীতি, খেলা, ক্রাইম, বিনোদন, শিক্ষা, সাস্থ্য, অনুসন্ধান এর মতো নানা দিক রয়েছে। এক জন সাংবাদিককে সর্বপ্রথম এই দিকগুলির মধ্যে নিজের আগ্রহের জায়গা নির্বাচন করতে হয়।
সাংবাদিকতা নিয়ে পড়াশোনার পর শুধু যে সাংবাদিকই হওয়া যায় এমনটা নয়। সাংবাদিকতা পাঠ্যক্রমের সময় স্নাতক স্তরে বিজ্ঞাপন, ফিল্ম স্টাডিজ়, জনসংযোগ, নিউ মিডিয়া, মিডিয়া ম্যানেজমেন্ট, রিপোর্টিং, এডিটিং, রেডিয়ো-সহ আরও অনেক বিষয় বিস্তারিত ভাবে পড়ানো হয়। তাই সাংবাদিকতা নিয়ে স্নাতক পাশ করার পর কোনও শিক্ষার্থী যদি চান বিজ্ঞাপন নিয়ে কাজ করবেন, তা হলে তিনি বিজ্ঞাপন এজেন্সিগুলিতে আবেদন করতে পারবেন। রিপোর্টিং-এর ক্ষেত্রে শিক্ষার্থীকে বিশেষ দক্ষতা অর্জন করতে হয়। সাধারণত এটি টেলিভিশন মিডিয়া ও অনলাইন মিডিয়ার একটি অংশ।
এই পদে চাকরির জন্য শিক্ষার্থীকে অনেক সময় বিশেষ কোর্সও করতে হতে পারে। ফিল্ম স্টাডিজ় একটি বৃহত্তর বিষয়। স্নাতকস্তরে এই বিষয় পড়ার সময়, শিক্ষার্থীকে ফিল্ম স্টাডি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হয়। পরবর্তী কালে এই বিভাগের কাজের ক্ষেত্রও অনেক বড়। এই মুহূর্তে বিভিন্ন মাল্টিনেশন্যাল প্রতিষ্ঠান থেকে ছোট প্রতিষ্ঠানগুলিও নিজস্ব জনসংযোগ আধিকারিক রাখেন।
নিউ মিডিয়া সাধারণত অনলাইন মিডিয়াকেই বলা হয় থাকে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এখন সব কিছুই প্রায় ফোন বন্দি। নিউ মিডিয়ায় নেটমাধ্যম দ্বারা মুহূর্তের মধ্যে কোনও খবর, ছবি, ভিডিয়ো গোটাদুনিয়ার ছড়িয়ে দেওয়া হয়।
কোনও প্রতিষ্ঠানের ব্যাবসা সংক্রান্ত কোনও পরিকল্পনা গ্রহণ এবং কী ভাবে বাস্তবে সেই পরিকল্পনা সফল করা যায়, প্রতিষ্ঠানের সঙ্কটমূলক পরিস্থিতিতে কী করণীয় সেই সব অন্তর্ভুক্ত থাকে স্নাতক স্তরের মিডিয়া ম্যানেজমেন্ট বিষয়ে। রেডিয়ো-এর ক্ষেত্রে আরজে, সঞ্চালক-সহ বিবিধ ক্ষেত্র রয়েছে।
সাংবাদিকতাকে পেশা করতে এবং মিডিয়াতে কাজ করার জন্য এক জন প্রার্থীকে নিয়মিত খবরের মধ্যে থাকতে হয়। প্রতি দিনের ঘটনাবলী সমন্ধে নিয়মিত ওয়াকিবহল থাকতে হয়। এক জন ভাল সাংবাদিক হতে প্রয়োজন সততা, ধৈর্য, নিয়মিত পড়াশোনা এবং সঠিক উপস্থাপনা। এ ছাড়াও, যদি কোনও শিক্ষার্থী সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয় নিয়ে বিস্তর পড়াশোনা করতে চান তা হলে তিনি স্নাতক পাশের পর স্নাতকোত্তর, পিএইচডি করতে পারেন। অথবা নেট, সেট দিয়ে অধ্যাপকও হতে পারেন।
বাংলা, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সাংবাদিকতায় এসেছেন এমন অসংখ্য উদাহরণ আমাদের চারিপাশে রয়েছে৷ তবে কেউ যদি আগে থেকেই ঠিক করে রাখেন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেবেন তবে তার কাছে এই বিষয় নিয়ে চর্চা থাকাটা বা পড়াশোনা থাকাটা অবশ্যই বাড়তি সুবিধা প্রদান করবে। সহজ কথায় এই পেশা আসার ক্ষেত্রে অসংখ্য দিক খোলা রয়েছে।
তবে একজন সাংবাদিক হতে গেলে আপনার মধ্যেও কিছু কিছু বিশেষ গুণাবলী থাকা আবশ্যিক। যেমন সর্বাগ্রে বাংলা, ইংরেজি এবং হিন্দি এই তিনটি ভাষায় দখল থাকা আবশ্যিক। দ্বিতীয়ত দরকার, অনুসন্ধানী মন। কোনও বিষয়কে সাধারণ মানুষ যেভাবে দেখবে, একজন সাংবাদিক সেইভাবে দেখবে না। তার কাজই হল, দৈনন্দিন হাজারও বিষয়ের মধ্যে থেকে খবরের গুণাবলী আছে এমন তথ্যকে খুঁজে বের করা।
আপনি যদি ইন্ট্রোভার্ট বা চুপচাপ প্রকৃতির মানুষ হন, তবে এই পেশা আপনার জন্য নয়। কেননা একজন সাংবাদিকের অন্যতম কাজ আমজনতার সাথে যোগাযোগ রক্ষা করা। এছাড়াও কোনও বিষয়কে উপস্থাপন যোগ্য করে তোলা, নিমেষের মধ্যে ঘটনা বিবৃতি দেওয়ার দক্ষতা, লেখালিখির অভ্যাস এই পেশার ক্ষেত্রে খুবই জরুরি।
আমাদের রাজ্যে মাধ্যমিক স্তরে সাংবাদিকতা পড়ানোর বিশেষ চল নেই, উচ্চমাধ্যমিক স্তরেও হাতে গোনা কয়েকটি স্কুলে রয়েছে। কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তরে এই বিষয় নিয়ে পড়ার আগ্রহ এখন ক্রমেই বাড়ছে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলেজে এখন সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়টি পড়ানো হয়। আগে মিডিয়া বলতে লোকে ভরসা করে থাকতেন, রেডিও, টিভি এবং খবরের কাগজের উপরেই। কিন্তু এখন সে সমীকরণ বদলেছে। যতই দিন যাচ্ছে, তত মানুষের হাতের মুঠোয় ভরে দেওয়া হচ্ছে দুনিয়াকে।
তাই ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে৷ এক্ষেত্রে আপনার ফটোশপ, কম্পিউটার টাইপিং, এডিটিং সম্পর্কে সম্যক ধারণা থাকলে তা আপনার কাজের সুযোগ আরও বাড়াবে। সবশেষে একজন সাংবাদিকের হওয়া প্রয়োজন আদর্শবান, সৃজনশীল এবং যুক্তিবাদী। বই পড়ে সাংবাদিক হওয়ার থেকেও কাজ করতে করতে এই ক্ষেত্রে হাত আরও পোক্ত হয়। সেক্ষেত্রে কেরিয়ারের শুরুতে বিভিন্ন রকম ইন্টার্নশিপ করা যেতে পারে। এটি একটি উদীয়মান ইন্ডাস্ট্রি, তাই লেগে থাকলে এখানে কাজের সুযোগ অনেক। স্থায়ী ও অস্থায়ী মেয়াদে একজন সাংবাদিক প্রাথমিক স্তরে দশ থেকে কুড়ি হাজারের আশেপাশে আয় করে থাকেন। যত অভিজ্ঞতা বাড়বে, ততই বাড়বে বেতনের অঙ্কও।
Intern Journalist
কর্ম ক্ষেত্র :
দেশের অন্যতম গণমাধ্যম “দেশের সময়” খুঁজছে আধুনিক চিন্তাভাবনাসম্পন্ন, ডিজিটাল সাংবাদিকতা ও প্রযুক্তিতে দক্ষ সাংবাদিক। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারেন।
দেশের অন্যতম গণমাধ্যম “দেশের সময়” খুঁজছে আধুনিক চিন্তাভাবনাসম্পন্ন, ডিজিটাল সাংবাদিকতা ও প্রযুক্তিতে দক্ষ সাংবাদিক। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারেন।
Job description :
We are looking for Content writer, Article Writer ,for Kolkata & District office.
must be fluent in English & Bengali .(reading , writing, speaking )
Role Description
This is a freelance remote role for an experienced Journalist/Researcher/Writer. The Journalist/Researcher/Writer will be responsible for news writing, research and general writing assignments relating to India and Southern Asia region, which may or not be with the assistance of artificial Intelligence to boost productivity and content volume. Human expertise and skill is paramount
Intern Public Relation and Journalist Required on urgent basis. Perusing Graduation / Under Graduates/Students can apply for walk in Interview for on job training. Candidates must be passionate for journalism and Public Relation. Students can also apply for on job training internship .
Job Types: Full-time, Fresher, Internship
Contract length: 6 months
Schedule:
• Day shift
Ability to commute/relocate:
• Kolkata, West Bengal: Reliably commute or planning to relocate before starting work (Required)
Willingness to travel:
• 25% (Required)
Report this listing
কাজের ক্ষেত্র—
রিপোর্টিং, বাণিজ্য, মাল্টিমিডিয়া (ভিডিও সেকশন) ।আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা—যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
আধুনিক সাংবাদিকতা-সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা
আধুনিক সাংবাদিকতা-সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা
বহুমাত্রিক কাজ ও দ্রুত শেখার মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার মানসিকতা,
বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার পারদর্শিতা ,
চাকরির পূর্ব অভিজ্ঞতা নিষ্প্রয়োজন।
Paragraph Block. Row 7. বেতন-ভাতা
প্রাতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন পাবেন শিক্ষানবিশ সাংবাদিকেরা।
Paragraph Block. Row 8. যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্ত এই ই-মেইলে (deshersamay@gmail.com) পাঠাতে পারেন।
Paragraph Block. Row 9. আবেদন পাঠানোর শেষ সময় – 15 . 04 . 2025