![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/TRIVENI-1024x853.jpg)
দেশের সময়অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/01.jpg)
মেষ/ARIES
পৈতৃকসূত্রে লাভ। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। নব পরিকল্পনার যোগ রয়েছে। তবে আকস্মিক ব্যয় হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/02.jpg)
বৃষ / TAURUS
ভোগবিলাস। চাকরি জীবনে উন্নতির যোগ। গোপনকথা ফাঁস হওয়ার সম্ভাবনা। মানসিক তৃপ্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/03.jpg)
মিথুন GEMINI
সন্তানের সাথে বিরোধ। অস্থিরতা বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যা দূর হবে। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/04.jpg)
কর্কট CANCER
প্রণয়াসক্তি। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। অযথা ব্যয় করবেন না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/05.jpg)
সিংহ LEO
কর্মোদ্ধার। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। উপস্থিত বুদ্ধিতে সাফল্য আসবে। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/06.jpg)
কন্যা VIRGO
যৌনব্যাধি। দাম্পত্য সুখ মিলবে। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। ক্রোধান্বিত বোধ করবেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/07.jpg)
তুলা LIBRA
হঠকারিতায় ক্ষতি। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের কোনও সুখবর আসবে। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/08.jpg)
বৃশ্চিক SCORPIO
অপত্যহানি। প্রতিপত্তি লাভ হবে। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। জীবাণু সংক্রমণ। ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/09.jpg)
ধনু SAGITTARIUS
গৃহ সমস্যা। কর্মে সাফল্য আসবে। অপবাদ। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/10.jpg)
মকর CAPRICORN
অনুতাপ। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। অর্থাগমের সম্ভাবনা। শরিকি বিরোধ। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। মেধার বিকাশ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/11.jpg)
কুম্ভ AQUARIUS
রমণীপ্রীতি। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। অপচয় বৃদ্ধি। অভীষ্ট পূরণ হতে পারে। অহেতুক চিন্তা বাড়াবেন না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/12.jpg)
মীন PISCES
আর্থিক উন্নতি। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। পরোপকারে শান্তি লাভ হবে। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে। আরোগ্যলাভ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/TRIVENI-1024x853.jpg)