Holi 2025 শরীর স্পর্শ করা তো দূরঅস্ত, কোনও মেয়ের অনুমতি ছাড়া তার গায়ে রংভর্তি বেলুন ছুড়লে হতে পারে ৭ বছরের জেল

0
13

দোলের রং মর্মে লাগাতে গিয়ে মেয়েদের জামাকাপড়ে বা শরীরের নিভৃত অঙ্গ স্পর্শ করা অপরাধ। শরীর স্পর্শ করা তো দূরঅস্ত, কোনও মেয়ের অনুমতি ছাড়া তার গায়ে রংভর্তি বেলুন ছুড়লে হতে পারে ৭ বছরের জেল। তাই ইতিমধ্যেই চালু হয়ে যাওয়া দোল উৎসবে শরিক হওয়ার আগে আইনকানুন জেনেই রং মাখানো বুদ্ধিমানের কাজ হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অনিলকুমার সিং শ্রীনাতে জানান, কোনও মহিলা বা মেয়ের গায়ে জোর করে রং মাখালে, তাঁর গায়ে হাত বুলালে অথবা তাঁর অনুমতি ছাড়া রং ছুড়লে তা অভব্য আচরণের অপরাধে পড়ে। এমনকী জিজ্ঞাসা না করে রং বেলুন ছোড়াটাও আইনের চোখে অপরাধ। যদি আবেগের আতিশয্যে দোল বা হোলি বলে কেউ বেগড়বাই করে তাকে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং করে যেতে হতে পারে। তাই ভিগে চুনারওয়ালিকে রং লাগান, কিন্তু তা যেন লাগামের মধ্যে থাকে।

আইডিয়াজ ফর ইন্ডিয়া নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভারতে মহিলাদের উপর হিংসা খুবই উদ্বেগজনক অবস্থায় গিয়েছে। বিহার পুলিশের ডেটার উপর ভিত্তি করে এই সমীক্ষা বলছে, সাধারণ দিনের তুলনায় হোলিতে মহিলাদের আক্রমণের ঘটনা ১৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলায় এই পরিসংখ্যান বিভিন্ন ধরনের।

সুপ্রিম কোর্টের ওই আইনজীবী জানান, তিন বছর আগে মেঘালয় হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। যাতে স্পষ্ট করে বলা হয়েছিল, যদি কোনও ব্যক্তি কোনও মহিলার অনুমতি ছাড়া পোশাকের উপর দিয়ে স্পর্শ করে অথবা গায়ে হাত বুলায় তা ধর্ষণ বলে বিবেচিত হতে পারে। অসৎ উদ্দেশ্যে স্পর্শ থেকে ধর্ষণের আইনে পড়তে পারে এ ধরনের অপরাধ। কোনও মহিলার গোপন অঙ্গ স্পর্শ করা হয় তাকে ধর্ষণ বলা যায়।

আইনজীবী অনিলকুমার সিং শ্রীনাতে আরও জানান, যদি কারও গায়ে ছোড়া বেলুন এসে লাগে, তাহলে তা হামলা বলে বিবেচিত হতে পারে। যদি ওই বেলুন বিপজ্জনকভাবে লেগে (গাড়ি বা বাইক চালানো অবস্থায়, ইমারতি কাজের সময় ইত্যাদি) কারও মৃত্যু হয়, তাহলে তা খুন বলে বিবেচিত হবে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩, ১১৫ (২) ও ১১৭ (২) ধারা অনুযায়ী এ ধরনের কাজে কেউ জখম হলে ৬ মাস থেকে এক বছর ও ৭ বছরের সাজা ঘোষণার কথা বলা আছে। এই অপরাধ মহিলা-পুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।

এছাড়াও ভারতীয় আইনে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, জোর করে স্পর্শ করা, জোর করে রং মাখানো যাতে তাঁর সম্মানহানি হতে পারে সেরকম অপরাধে ন্যূনতম ১ বছর জেল ও জরিমানা হতে পারে। এ ধরনের অভিযোগ জামিন অযোগ্য অপরাধ এবং সমন ছাড়াই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে।

রং মাখানো শুধু নয়, মহিলাকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গিও অপরাধের শামিল। এ ধরনের ঘটনায় ১ বছরের জেল-জরিমানা হতে পারে। তবে তা জামিনযোগ্য এবং আদালতের নির্দেশ ছাড়াই পুলিশ মামলা দায়ের করতে পারে। হোলিতে কোনও মহিলার পোশাক ছিঁড়ে দেওয়া বা খুলে দেওয়া আরও বড় অপরাধ। এই ধরনের অপরাধ প্রমাণ হলে দোষী ব্যক্তির ৩ বছরের জেল-জরিমানা হতে পারে।

Previous articleBangladesh ধর্ষণের প্রতিবাদে ফের উত্তপ্ত ঢাকার রাজপথ , বিক্ষোভ দমনে জমায়েত নিষিদ্ধ ইউনুসের দফতর, শাহবাগে
Next articleHoli Festival 2025 সম্প্রীতির বার্তা দিতে দোলের আগেই বসন্ত উৎসবে মাতল পেট্রাপোল সীমান্তের বাণিজ্য মহল : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here