Holi 2023 Live Updates: আজ রঙের উৎসব, বসন্তকে বরণ করে নেওয়ার পালা

0
585

দেশের সময় :দিগন্তে পলাশের রং, আজ রঙের উৎসব ৷

নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়।

সঙ্গে রবি ঠাকুর…বসন্ত জাগ্রত দ্বারে ৷ (Holi 2023)। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন।

আজ রঙের উৎসব: সীমান্ত শহর বনগাঁয় বসন্তোৎসব পালন। আজ সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Previous articlePlB : পিআইবির উদ্যোগে কৃতি নারীদের বক্তব্য উঠে এলো “মিট দা অ্যাচিভার্স” অনুষ্ঠানে
Next articleAnubrata Mondal : টানটান নাটক শেষে তিন দিনের ইডি- হেফাজতে অনুব্রত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here