Holi 2022: বনগাঁয় ইছামতির পাড়ে জমে উঠেছে রঙের খেলা, মাতোয়ারা আট থেকে আশি

0
861

দেশের সময় , বনগাঁ: Bangaon;: আজ দোলের (Holi) রঙিন দিনে বনগাঁ যেন এক টুকরো শান্তিনিকেতন৷

আজ দোলপূর্ণিমা। উৎসবের মেজাজে গোটা বাংলা।এদিন শান্তিনিকেতনের মানুষ ভিড় জমিয়েছেন বনগাঁয়। আনন্দে মেতেছেন সাধারণ মানুষও। মহিলা, শিশু নির্বিশেষে সকলে রঙ খেলছেন। নাচে গানে দোল উৎসব পালন ।  এবার ছুটি কাটাতে বনগাঁয় (Bangaon) ভিড় জমিয়েছেন বহু পর্যটক। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে শুরু করে সপরিবারে বনগাঁয় এসেছেন ভিনরাজ্যের পর্যটকরাও (Tourists)।

বনগাঁয় ইছামতি নদীপাড়ে ভিড় জমানো পর্যটকরা জানাচ্ছেন, তাঁরা প্রতিবছরই পাড়া-প্রতিবেশী অথবা পরিচিতদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন। কিন্তু এই বছর দীর্ঘ করোনা পিরিয়ড কাটিয়ে বনগাঁয় এসেছেন রঙ খেলতে। সব মিলিয়ে সীমান্ত শহরের নদী পাড়েই বসেছে বসন্ত উৎসবের বড় আসর।

বাতাসে বারুদের গন্ধ। তার মাঝেই নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলানো। সীমান্তের অতন্দ্র প্রহরী। তবে আজ ওঁদের মনেও বসন্তের ছোঁয়া। হোলি খেলায় মাতলেন পেট্রাপোল সীমান্তের বিএসএফ (bsf) জওয়ানরা।


প্রশাসন সূত্রে খবর, বনগাঁর পারমাদন অভয়ারণ্যে আজ যথেষ্ট পর্যটকের সমাগম ঘটেছে। যার ফলে ওই এলাকায় বাড়তি নজরদারিও চালাচ্ছে পুলিশ। আজকের পূর্ণিমার জোয়ার। তাই নদীর র রূপও খানিক আলাদা। সকালের দিকে পর্যটকদের নদীতে নামতে দেওয়া হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা নদীতে স্নানে নেমে পড়েন।

Previous articleHoli 2022: রঙের উৎসবে দেশবাসীকে সৌভ্রাতৃত্বের বার্তা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
Next articleSwasthya Sathi: বকেয়া ২০০ কোটি , রাজ্যকে চিঠি ২০টি বেসরকারি হাসপাতালের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here