Holi 2022: রঙের উৎসবে দেশবাসীকে সৌভ্রাতৃত্বের বার্তা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

0
665

দেশের সময় ওয়েবডেস্কঃ ‘রাঙা হাসি রাশি রাশি…।’ দোলের রঙে রঙিন গোটা দেশ। একে অপরের গালে আবির রাঙিয়ে মাতোয়ারা হওয়ার দিন। রংয়ের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন রাজনীতিকরা। বাঙালির দোল হোক বা অবাঙালির হোলি, রঙের উত্‍সবে মেতে ওঠেন সবাই।

হোলি-তে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইট করে তিনি লিখলেন, ”সকলকে হোলির শুভেচ্ছা। রঙের এই উৎসব পারস্পরিক স্নেহ, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে আসুক। প্রত্যেকের জীবন সুখের রঙে ভরে উঠুক।”

হোলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি লেখেন, ”হোলির পবিত্র উৎসবে দেশের মানুষকে শুভচ্ছে ও শুভকামনা জানাই। রঙের এই উৎসবে সম্প্রীতি বজায় থাকুক। হোলির এই উৎবস সৌভ্রাতৃত্বের শ্রেষ্ঠ উদাহরণ। এই উৎসব বসন্তের আগমণের বার্তা বহন করে আনে। সকল দেশবাসীর জীবন আনন্দে ভরে উঠুক। নতুন আশা নিয়ে আসুক।”

দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুক্রবার তিনি টুইটে লেখেন, ”সকলকে দোলযাত্রার অনেক শুভেচ্ছা। রঙের এই জাঁকজমকপূর্ণ উৎসব আমাদের সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক। বৈচিত্র্য, বন্ধুত্ব ও সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক।”একইসঙ্গে তিনি হোলিরও শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

দোলের সকালে টুইটে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও । তিনি লেখেন, ”সকলকে হোলির শুভেচ্ছা। রঙের এই উৎসব সকলের জীবনে ভালোবাসা, বন্ধন এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখুক। সুখ, সমৃদ্ধি নিয়ে আসুক এই উৎসব। সকলের জীবন রাঙিয়ে তুলুক হোলির উৎসব।”

শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইটে শুভেন্দু লিখেছেন, ”বসন্তের রঙিন আবহে, উৎসবে মাতোয়ারা হয়ে উঠুক ভুবন। সকলকে জানাই দোলপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

প্রসঙ্গত, শান্তিনিকেতনে এবারও বন্ধ বসন্ত উৎসব। যদিও বিশ্বভারতীর সিদ্ধান্তে একমত হতে পারেনি ছাত্রছাত্রীরা। তাই এদিন সকালে নিজেরাই উপাসনা গৃহ থেকে শোভাযাত্রা বের করে পড়ুয়ারা। এরপর উপাচার্যের বাংলোর সামনে নিজেদের মধ্যে গান বাজনা এবং আবির খেলায় মেতে ওঠে তারা। এটা তাদের প্রতীকী প্রতিবাদ বলেই জানিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা।

Previous articlePhotography Mela: মোহরকুঞ্জে ফোটোগ্রাফি চর্চ্চার উদ্যোগে ছবি মেলা
Next articleHoli 2022: বনগাঁয় ইছামতির পাড়ে জমে উঠেছে রঙের খেলা, মাতোয়ারা আট থেকে আশি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here