Himachal Pradesh Land Slideঝড়ে লণ্ডভণ্ড হিমাচল ,গাছ উপড়ে মৃত অন্তত ৬, আহত একাধিক

0
26

হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। ফের নামল ধস, সঙ্গে প্রবল ঝড়। আর সেই ঝড়ের তাণ্ডবে কুলুতে পর্যটকদের গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রাকৃতিক দুর্যোগে আরও অনেকের আটকে পড়ার আশঙ্কা।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবিবার বিকেলে আচমকাই বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে মণিকরণ গুরুদ্বারের সামনে পার্কিং করা পর্যটকদের গাড়ির মাথায় ভেঙে পড়়ে গাছ। এখনও অবধি পাওয়া খবর ৫ জন আহত হয়েছেন। রবিবার ঝড়ের তাণ্ডবে রাস্তার ধারে থাকা গাছ উপড়ে পড়ে যাত্রিবাহী একটি গাড়ির উপরে। সেই সময়ই আবার কিছু জায়গায় ধস নামে।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজন রাস্তার ধারের ফেরিওয়ালা, একজন গাড়ির আরোহী এবং ঘটনাস্থলে উপস্থিত তিনজন পর্যটক রয়েছেন।

https://x.com/ians_india/status/1906328168526721124?t=BWIY6QFBbS98_MPzL5kvuQ&s=19

এসএইচও মণিকরণের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে খবর। তাদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় শামিল হয়েছেন স্থানীয়রাও। এছাড়াও দমকল বিভাগের একটি দলও দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টার দিকে ভূমিধসের ঘটনাটি ঘটে। রাস্তার ধারে বসে ছিলেন কয়েকজন, সেই সময় একটি বড় গাছে চাপা পড়ে ধ্বংসস্তূপের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তলিয়ে যান তাঁরা। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি মাসের শুরুতে, ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে হিমাচল প্রদেশের বেশ কয়েকটি অংশে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছিল, ভূমিধসে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল। হিমাচলে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়ে রেখেছে হাওয়া অফিস।

Previous articleHeat Stroke হিট স্ট্রোক নিয়ে স্বাস্থ্যভবনের নির্দেশিকা জেলায় জেলায়
Next articleMamata Benerjee Eid বিলেত সফর সেরে এবার খুশির ইদে শামিল মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here