![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS24052022-scaled.jpg)
দেশের সময় ওয়েবডেস্ক : মরশুমের শুরু থেকেই পরিস্থিতি অনুকূল দেখছেন মৎস্যজীবীরা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/arati-eletronics-add-001.jpg)
বর্ষার শুরুর দিকে জালে পড়ছে বেশ ভালো পরিমাণের ইলিশ। বৃহস্পতিবার মরশুমের প্রথম ইলিশ এসেছে ডায়মন্ড হারবারের আড়তে। সূত্রের খবর মাছের পরিমাণ প্রায় আড়াই থেকে তিন টন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/IMG-20220610-WA0001-scaled.jpg)
স্বাভাবিক ভাবেই উচ্ছসিত ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। বর্ষার ওয়েদারে বাঙালি অপেক্ষা করেই থাকে পাতে ইলিশ পড়ার। বর্ষা ঢোকার মুখেই ইলিশের পরিমাণ জেনে উচ্ছসিত সব পক্ষ। সূত্রের খবর, বৃহস্পতিবার জালে পড়া ইলিশের গড় ওজন ৪৫০-৫০০ গ্রাম। পাইকারি বাজারে দাম ৬০০ টাকা প্রতি কেজি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-08.jpg)
গত তিন বছর ভালো ব্যবসা হয়নি ইলিশের। মনমতো রসনা পরিতৃপ্তি হয়নি বাঙালিরও। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সকলে অপেক্ষা করছিলেন ইলিশ ওঠার। তার মাঝেই গতকাল রাতে ডায়মন্ড হারবারের আড়তে ঢুকে গিয়েছে ট্রলার বোঝাই রুপোলি শষ্য।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-09.jpg)
ডায়মন্ড হারবার সহ সাগর, রায়দিঘি সহ একাধিক জায়গার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরা শুরু করেছেন ইতিমধ্যে। এ বছর ব্যবসা ভালো হবে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। অন্যদিক মাছ ব্যাপক হারে এলে আকাশ ছোঁয়া দাম একটু কমতে পারে বলে আশা ক্রেতাদের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-03.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/niva-add-new-1024x683.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-12.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-04.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-11.jpg)