Hilsa Festival ইছামতীর শহর বনগাঁয় সোনারতরী’তে শুরু ইলিশ উৎসব: দেখুন ভিডিও

0
170

অর্পিতা বনিক ও সৃজিতা শীল , দেশের সময়

বৃষ্টি দেখতে দেখতে ইলিশের রকমারি পদের স্বাদ ! সীমান্ত শহর বনগাঁয়  সোনারতরী হোটেল এন্ড রেস্টুরেন্টে শুরু হয়েছে ইলিশ উৎসব ।

এটাই সেই মাহেন্দ্রক্ষণ। যখন নদীতে দেখা মেলে রূপালী শস্য ইলিশের। আর ঢেউ ওঠে বাঙালির মনে। ভোজনরসিক বাঙালির জন্য তাই বনগাঁর সোনারতরী হোটেল এন্ড রেস্টুরেন্টে চলছে ইলিশ উৎসব।

বাঙালি খাবারের সুগন্ধ আর ইছামতী নদীর ফুরফুরে বাতাসের আনন্দ দিচ্ছে সোনারতরী ।

এখন প্রতিটি সন্ধেই  বাঙালিয়ানা খাবার , সঙ্গে আড্ডা এখানে জমে ওঠে মুহুর্তেই। দেখুন ভিডিও

সোনারতরী ইলিশ উৎসব চলবে ১৫ অক্টবর পর্যন্ত। সময়: মধ্যাহ্নভোজ – দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে এবং সান্ধ্যভোজ –সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। নামী শেফরা রাঁধছেন ইলিশের বিভিন্ন পদ। পাতে থাকছে ইলিশ পাতুড়ি, ইলিশ ভাজা, ইলিশ পোলাও সহ সুস্বাদু ইলিশের রকমারি পদ। খাওয়া খরচ সাদ্ধ্যের মধ্যে । রিজার্ভেশনের জন্য +৯১৭০৪৭৬২৫৪৮১ নম্বরে ফোন করতে পারেন এখনই ।

Come join us to Experience the incredible Hilsa Festival .

Previous articleAgitation in Bangladesh অগ্নিগর্ভ বাংলাদেশে হিংসা ঠেকাতে কড়া হচ্ছে হাসিনা সরকার? ঢাকায় সভা-সমাবেশ বন্ধ করে দিল পুলিশ
Next articleAuxilium Convent School Dumdum Inspires Community to Embrace Green Practices

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here