High Secondary Exam: পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ‘মেটাল ডিটেক্টর’দিয়ে পরীক্ষা করে শুরু উচ্চ মাধ্যমিক

0
17
হীয়া রায় , দেশের সময়

পুরনো পাঠক্রমে এই বছর শেষ উচ্চ মাধ্যমিক। পরের বছর থেকে শুরু হয়ে যাবে সেমেস্টার সিস্টেমে পরীক্ষা। যার প্রথম পর্যায়ের পরীক্ষা হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পড়ুয়া। কিন্তু চলতি বছরে তা নেমে গিয়েছে প্রায় ২ লক্ষের উপর। সংসদের যুক্তি, ২০২৩ সালে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণেই মোট পরীক্ষার্থীর সংখ্যায় ‘খরা’ তৈরি হয়েছে।

সোমবার ৩ মার্চ শুরু হল উচ্চ মাধ্যমিক ২০২৫। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা সময়েই প্রবেশ করছেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয় পরীক্ষার্থীদের।

এ বছর ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্য়া ৪৫ হাজার ৫৭১ জন বেশি। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট ৭৯৮টি। এর মধ্যে ‘স্পর্শকাতর’ কেন্দ্র বলে চিহ্নিত হয়েছে ১৩৬টি।

রাজ্যের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল, পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এ বছরের মতো তাঁর পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে চেকিং করা হচ্ছে।

সংসদ আগেই জানিয়েছে, ২০৮৯টি জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ। তারপরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়ে তবে তাঁর পরীক্ষা বাতিল করা হবে বলে কড়া নির্দেশ জারি করেছে সংসদ।

জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রের মূল গেটের মুখেই বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। এছাড়াও, পরীক্ষাকেন্দ্রকে ঢাকা হয়েছে সিসিটিভির মোড়কে। ২৫ জন পড়ুয়া পিছু রয়েছে ১ জন গার্ড। প্রত্যেকটি ঘরে দু’জন করে রাখা হবে। পরীক্ষার সময় পরা যাবে না স্মার্ট ওয়াচও।

এমনকি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনাকে রুখতেও আগাম রীতিনীতিতেও বদল এনেছে সংসদ। প্রতি বছরের মতো এবার আর থানায় হবে না প্রশ্ন বাছাই। প্রত্যেক কেন্দ্রের জন্য নির্দিষ্ট প্রশ্নপত্রের সেট বাছাই করেই নিয়ে আসা হবে। প্রশ্নপত্রের সিল খোলা হবে একেবারে পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট ক্লাসরুমে গিয়ে।

Previous articleWeather Update আবহাওয়া বদল নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর
Next articleIndian Passport Rules পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল কেন্দ্র, জানুন কী কী লাগবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here