Helicopter Crash: রাওয়ত জীবিত,নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, প্রাণ বিপন্ন স্ত্রী মধুলিকার, এই দুঃসংবাদ পেয়েই মমতা বন্ধ করে দিলেন প্রশাসনিক বৈঠক

0
728

দেশের সময় ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকাও।

বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তাঁর স্ত্রীও সেনা সর্বাধিনায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
সেনার ওই কপ্টারে বিপিন-সহ মোট নয় জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারকাজ চলছে জোরকদমে। কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিন বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর ফোনে একটি মেসেজ যায়। তা দেখেই আঁতকে ওঠেন মমতা। পাশে বসে থাকা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলেন বিপিন রাওয়াতের চপার ভেঙে পড়েছে। এরপরই বলেন, ‘খুবই দুঃসংবাদ। আমরা সহমর্মিতা জানিয়ে এখানেই বৈঠক শেষ করে দিচ্ছি। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।’
এদিন মুখ্যমন্ত্রী মঞ্চে বসেই অত্যন্ত বিষাদের সুরে বলেন, খুবই খারাপ লাগছে। ভাবিনি এরকম একটা দুঃসংবাদ পেতে হবে। হিল এরিয়ায় হেলিকপ্টার খুব ঝুঁকিপূর্ণ।

প্রসঙ্গত, এই উত্তরবঙ্গ সফরেও গত মঙ্গলবার হেলিকপ্টারেই মালদহ যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু জাওয়াদের প্রভাবে আকাশ মেঘলা থাকায় সূচি বদল করেন মমতা। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে মালদহ যান মুখ্যমন্ত্রী।

এদিন দুপুরে তামিলনাড়ু কোয়েম্বত্তূর ও সুলুরের মাঝামাঝি কুনুর এলাকায় নীলগিরি পাহাড়ের উপরে বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার! কম্বাইন্ড ডিফেন্স চিফ বিপিন রাওয়াত ছাড়াও এমআই সিরিজের ১৭ভি-৫ কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

বায়ুসেনার তরফে নিশ্চিত করা হয়েছে এই দুর্ঘটনার কথা। তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। বিপিন রাওয়াতকে উদ্ধার করা গেছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা।

স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, ভাঙাচোরা কপ্টারটি পড়ে রয়েছে। আগুন জ্বলে গেছে সেখানে। ঘন ধোঁয়ায় ঢেকেছে আকাশ। স্থানীয় মানুষরা হাত লাগিয়েছেন উদ্ধার কাজে।

Previous articleজাঁকিয়ে শীত পড়তে এখনও এক সপ্তাহের অপেক্ষা? সকাল থেকেই কুয়াশার দাপট ,দৃশ্যমানতা ছিল মাত্র ১০০ মিটার
Next articleBipin Rawat: গঢ়ওয়ালি যোদ্ধা পরিবারে জন্ম, জেনারেল রাওয়ত প্রয়াত হলেন সেনার উর্দিতেই, কপ্টার-ক্র্যাশ কেড়ে নিল প্রাণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here