Heatwave in West bengal আজ থেকে কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস, কত দিন চলবে তাপের দাপট? কী বলছে হাওয়া অফিস?

0
179

দেশের সময় কলকাতা : মাঝ বৈশাখে প্রবল গরম বাড়ার পূর্বাভাস। আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। আজ ও আগামিকাল রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা। অন্তত শনিবার পর্যন্ত ১৭ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরেও হানা তাপপ্রবাহের। মৌসম ভবন বলেই দিচ্ছে এপ্রিলের বাকি দিনে নিস্তার পাওয়ার বিন্দু মাত্র আশা নেই।

তাপপ্রবাহের সতর্কতা বঙ্গে। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

এ দিকে, আজ সকাল থেকেই কার্যত দাপট বাড়াতে শুরু করেছে গরম। ভোর ছ’টায় মারত্মক সূর্যের তেজে ধীরে ধীরে তাতছে দক্ষিণবঙ্গ। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে গরমের দাপট যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, গরম বাড়লেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস।

বুধ এবং বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে লু বইবার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে কমলা সতর্কতা। এছাড়া দক্ষিণের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি অস্বস্তিকর পরিস্থিতি ও তীব্র গরম থাকবে কলকাতাতেও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯.‌২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, উত্তরের মালদা ও দুই দিনাজপুরে বুধ থেকে রবিবার অবধি রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, ত্রিপুরা, গোয়া সহ একাধিক রাজ্যে।

আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণবঙ্গে দহনের জ্বালা থেকে মুক্তি নেই। আপাতত দক্ষিণবঙ্গবাসীকে অসহ্য গরমেই দিন কাটাতে হবে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে কলকাতার আবহাওয়া, আশঙ্কা আবহবিদদের। এর আগে ৪৪ বছর আগে ১৯৮০ সালের এপ্রিল মাসে শহর কলকাতার তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস।

Previous articleMamata Banerjee: আজ যদি কোনও ছেলেমেয়ে আত্মহত্যা করেন, তাঁর দায়িত্ব আপনারা নেবেন? চাকরি বাতিল নিয়ে ফের মমতার নিশানায় বিজেপি
Next articleLok Sabha Elections 2024 এবারে আর বিজেপি ক্ষমতায় আসছে না, কি ভাবে?সেই  হিসেব এর সঙ্গে বিদ্যুৎ বিল বাঁচানোর টিপস ও দিলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here