দেশের সময় ওয়েবডেস্কঃ হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে বড় মোড়। সিবিআইয়ের হাতে ধরা পড়লেন ধর্ষণে অভিযুক্ত যুবকের বাবা, তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালা। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এতদিনে খোঁজ মিলল। সমরেন্দু গ্রেফতার হওয়ায় আরও অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, গ্রেফতার করে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে সমরেন্দুকে । জিজ্ঞাসাবাদ করার পরে, আজ, মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হতে পারে।
গতকালই সিবিআই জানিয়েছিল, হাঁসখালির ওই নাবালিকাকে ধর্ষণ করার আগে তাকে মাদক খাওয়ানো হয়েছিল৷ এমনকি গাঁজাও খাওয়ানো হয়। তার পর তাঁকে একে একে তিন জন ধর্ষণ করে। নাবালিকাকে এ ভাবে ধর্ষণ করার পর তাকে রাস্তার ধারে ফেলে অভিযুক্তরা চলে যায়। পরে স্থানীয় এক মহিলা তাকে স্কুটিতে তুলে বাড়ি পৌঁছে দেয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্ত করতে শুরু করে সিবিআই। গোয়েন্দারা তদন্তে জানতে পারেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দুর ছেলে ব্রজগোপাল ও তার বন্ধু প্রভাকর পোদ্দার।
ব্রজগোপাল ও প্রভাকরতে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাদের সিবিআইয়ের হাতে তুলেও দেওয়া হয়েছে।
এবার সিবিআইয়ের জালে তৃণমূল নেতা সমরেন্দুও।
হাঁসখালির নাবালিকার পরিবার অভিযোগ করেছিল যে, ব্রজগোপাল গোয়ালার জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পর থেকে তাঁদের মেয়ের পেটে অসহ্য ব্যথা শুরু হয়। রক্তপাত হতে শুরু করে।
ব্যথা বাড়ায় প্রথমে স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে গিয়েছিলেন তার মা। কিন্তু বাড়ি ফিরে তিনি দেখেন মেয়ে আর বেঁচে নেই। এর পর ৫ এপ্রিল ভোর রাতে ওই নাবালিকার সৎকার করা হয়। এ জন্য পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।