Habra হাবড়া শহরে যশোর রোডে দখলমুক্ত হলো ফুটপাথ

0
59
অর্পিতা বনিক দেশের সময়

হাবড়া : উত্তর ২৪ পরগনার হাবড়া শহরে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৃহস্পতিবার জবরদখল ভাঙার কাজ শুরু হলো। এ দিন দুপুরে হাবরা শহরের যশোর রোডের পাশে থাকা এমনই বেশ কয়েকটি দোকানের সামনের অংশ বুলডোজার চালিয়ে ভেঙে দিল পুরসভা। তবে এই নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে এ দিন বিতর্ক তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, আগাম নোটিস ছাড়া সামনের অংশ ভেঙেছে পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জবরদখল মুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। হাবরা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সরকারি জায়গা দখল করে থাকা নির্মাণ ভেঙে ফেলার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি তুলেছেন দেবানন্দ পাইন ।

পাশাপাশি ফুটপাথ বা সাধারণ মানুষের ব্যবহার করার রাস্তা যদি বেআইনি ভাবে দখল হয়ে থাকে তা পরিষ্কার করতে বলা হয়েছে। এতদিন যশোহর রোডের ধারে থাকা অটোস্ট্যান্ডের পাশে বেশ কিছু দোকান সাধারণ মানুষের ব্যবহার করা রাস্তায় বেআইনি চাতাল নির্মাণ করেছিল। তার জেরে যানজট বাড়ছিল শহরে।

এ নিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকও করেছিল পুরসভা। বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও কথা বলা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় এ দিন সেই জায়গা ভেঙে ফেলা হয়েছে বলে দাবি পুরসভার। হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘শহরকে যানজট মুক্ত করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনও হকারকে আমরা উচ্ছেদ করব না।’

Previous articleNepal Road Accident নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ল দু’টি বাস! নিখোঁজ সাত ভারতীয়-সহ ৬৩ জন
Next articleFrom Mamata Banerjee to Kim Kardashian in Mumbai: Know the transportation Costs for Anant and Radhika’s Wedding Guests

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here