Gujarat Polls: মোদী-শাহের রাজ্যে আজ ভোট দেবে পাকিস্তান থেকে বিতাড়িত ২৫ হিন্দু পরিবার

0
654

দেশের সময় ওয়েবডেস্কঃ অপেক্ষার অবসান একপ্রকার, গত কয়েকমাস ধরেই প্রস্তুতি তুঙ্গে ছিল ভোটমুখী গুজরাটে।

কোমর বেঁধে প্রচার করেছে সব দল। প্রচার প্রক্রিয়া থেকে প্রার্থী তালিকা, সব নিয়ে চর্চায় ছিল মোদি-শাহের রাজ্য। আজ শুরু হয়েছে গুজরাটের প্রথম দফার নির্বাচন। ১৮২ কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ভোট হচ্ছে ৮৯টি আসনে। ৮৯ টি আসনে একে অপরের বিপক্ষে লড়ছেন মোট ৭৭৮ জন প্রার্থী, গুজরাটের রাজনীতিতে গামী ৫ বছরের জন্য আজ তাঁদের ভাগ্য নির্ধারিত হবে।

৩৭ বছরের সুনীল দেব মাহেশ্বেরী আজ গুজরাত বিধানসভার নির্বাচনে ভোট দেবেন। এবছর তিনি ভারতের নাগরিকত্ব এবং ভোটাধিকার পেয়েছেন। আজ রাজকোটে সপরিবার ভোট দেবেন তিনি।

সুনীল পাকিস্তানের মিঠি শহরের বাসিন্দা ছিলেন। ২০০৬ সালে তিনি পরিবারের সঙ্গে ভারতে চলে এসে গুজরাতের রাজকোটে বসবাস শুরু করেন।

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে চলে আসা নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই মতো পাকিস্তান থেকে আগত রাজকোটে বসবাসকারী ২৫টি হিন্দু পরিবারকে এ বছর অগস্টে নাগরিকত্ব প্রদান করে গুজরাত সরকার।

দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আমদাবাদে। সেখানে সুনীলের মতো ১০৩৯ জন এবার প্রথম ভারতের কোনও নির্বাচনে ভোট দেবেন। পড়শি দেশ থেকে বিতাড়িত পরিবারগুলি আমদাবাদে গত ১০-১৫ বছর যাবৎ বাস করছিলেন।

নাগরিকত্ব নিয়ে গুজরাত হালে খবরের শিরোনাম হয়েছিল ওই রাজ্যের দুই জেলা মেহসেনা এবং আনন্দের জেলা শাসকদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি ঘিরে। তাতে বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে আসা সে দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং জৈনদের নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করতে হবে। ওই সূত্রেই জানা যায়, গত অগস্টে গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সঙ্গভি পাকিস্তান থেকে আসা ৪০ জন হিন্দুকে ভারতের নাগরিকত্ব দিয়েছেন। এছাড়া ২০১৭ থেকে এ পর্যন্ত গুজরাতে ১ হাজার ৩২ জনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে যারা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের বাসিন্দা ছিলেন।

তাৎপর্যপূর্ণ হল, পাকিস্তান থেকে বিতাড়িতদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ১৯৫৫ সালের আইন বলে। ২০১৯ এর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন এই ক্ষেত্রে বলবৎ হয়নি। বাংলায় মতুয়াদের কেন একই সুযোগ দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তাই উঠতে শুরু করেছে ওই সমাজ ও বিজেপির অন্দরে। রাজ্য বিজেপির নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও একান্তে বলছেন, সিএএ-নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ঘিরে বিশ্বাসযোগ্যতা নিয়েই সংশয় দেখা দিয়েছে দলের অন্দরেও।

জানা যাচ্ছে, ২০১৬ এবং ২০১৮ সালের গেজেট অনুসারে, আহমেদাবাদ, গান্ধীনগর, রাজকোট এবং ভুজের জেলা শাসকেরা নাগরিকত্ব প্রদানের অধিকারী।

ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল ৮টা থেকে। মোট ১৪,৩৮২টি বুথে চলছে চভোটগ্রহণ প্রক্রিয়া, চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দফার নির্বাচনেই লড়ছেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী  ইসুদান গঢ়বী। খাম্বালিয়া কেন্দ্র থেকে লড়ছেন তিনি। অন্যদিকে আজই আগ্য পরীক্ষা জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রিভাবার। 

প্রথম দফার ভোটগ্রহণ পর্বে ভোট দিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী এবং তাঁর স্ত্রী অঞ্জলি। গুজরাটে ২০২২-এর নির্বাচনে ফের ক্ষমতা ধরে রাখার লড়াই বিজেপির, নিজেদের পুরনো ক্ষমতা ফিরিয়ে আনার লরাই লড়ছে কংগ্রেস, নতুন করে জমি তৈরির লড়াইয়ে কড়া টক্কর দিচ্ছে কেজরির আম আদমি পার্টি। দ্বিতীয় দফায় গুজরাটে ভোট হবে ৯৩ আসনে। গণনা আগামী ৮ ডিসেম্বর। 

Previous articleKiss: অতিথিদের উপস্থিতে নতুন বৌ’কে চুমু বরের,থানায় গিয়ে বিয়ে ভাঙলেন নববধূ!
Next articleInternational Kolkata Book Fair: ‘বইমেলা প্রাঙ্গন’ নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানেই আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু আন্তর্জাতিক কলকাতা বইমেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here