Group C:হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল ৮৪২ জনের, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

0
475

দেশের সময় ওয়েবডেস্কঃ হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল গ্রুপ সি পদের ৮৪২ জনের। শনিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিলের কথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

২০১৬ সালের গ্রুপ সি-র নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে উত্তরপত্র বা ওএমআর শিট কারচুপির ঘটনা। অভিযোগ ওঠে নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন কেউ কেউ এমন অভিযোগও সামনে আসে।

সেই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি বলেন, শনিবার দুপুর তিনটের মধ্যে ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করতে হবে। সেই নির্দেশের পরই শনিবার দুপুর তিনটের আগেই বিজ্ঞপ্তি দিয়ে গ্রুপ সি পদের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের কথা জানিয়ে দিল পর্ষদ।

Previous articleChild Marriage: বাগদায় নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
Next articleDA Issue: অনশন প্রত্যাহারের অনুরোধ রাজ্যপালের, বিষয় জটিল হলেও সরল সমাধান সম্ভব, বললেন আনন্দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here