দেশের সময় , ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ২ টি সোনার ইট এবং ৩৯ টি সোনার বিস্কুট সহ একজন ভারতীয় চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সোনার দাম তিন কোটি টাকা বেশি।
বিএসএফের একজন মুখপাত্র বলেন, পাচারকারীরা ভারতীয় সীমান্ত দিয়ে যাচ্ছিল। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলে। ধৃতদের নাম প্রসেনজিৎ মন্ডল, শ্রীবাস মন্ডল।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ.কে.আর্য বলেন, চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তাঁরা যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পায় তবে তারা বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বরে যেন এই তথ্য দেন।