দেশের সময় , গোবরডাঙা: সোনু নিগম মানেই মিউজিক্যাল ম্যাজিক। রোম্যান্টিক সিঙ্গার হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। বলিউডের তাবড় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। সুপারস্টারদের কণ্ঠে ব্যবহৃত হয়েছে তাঁরই গাওয়া গান। স্ট্রাগল-সাফল্য-বিতর্ক সবই এসেছে সোনুর জীবনে।
বুধবার সন্ধ্যায় সেই সোনু ঝড়ে মাতল গোবরডাঙা।স্টেশন চত্ত্বরে জনস্রোত। কেন হবে না,সে যে সোনু নিগম,যার ঝুলিতে একাধিক হিট গান,অগুনতি গানের সোনু নিগমের ভক্ত আসমুদ্রহিমাচল।
গোবরডাঙা হিন্দু কলেজের মাঠে প্রায় লক্ষাধিক মানুষের ঢল বুধবার সন্ধ্যায়, চারদিক থিক থিক করছে সোনু নিগমের গানের ভক্ত। পাঁচ বছর আগে গোবরডাঙা হিন্দু কলেজে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন৷ বার্ষিক অনুষ্ঠানে গোবরডাঙা হিন্দু কলেজের পরিচালনায় কলেজের মাঠে পা রাখলেন বলিউডের অন্যতম সঙ্গীত শিল্পী,প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম। সংগিত শিল্পীকে একবার নিজের চোখে সামনে থেকে দেখতে ভিড় জমায় কলেজ পড়ুয়া সহ এলাকার সাধারণ মানুষ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিলো পুলিশের কড়া নিরাপত্তা।
এদিন মঞ্চে উঠে একের পর এক বলিউডের প্রায় অধিকাংশ নায়কের লিপে হিট গান গেয়ে সকলের মন জয় করলেন সোনু।যদিও কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন আরও একটি অনুষ্ঠানে গান গাইতে,তারপর এলেন গোবরডাঙ্গায়।
গত ৩০ জুলাই গায়কের জন্মদিন ছিল ৷ ৪৯- এ পা দিলেন সোনু নিগম। তারকা গায়কের জীবনের অজানা কিছু তথ্য জানুন৷
গায়ক হওয়ার পাশাপাশি অভিনয়ের জগতেও পা রেখেছিলেন সোনু। শুধু মিউজিক অ্যালবাম নয়, বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘জানি দুশমন’, ‘লাভ ফ্রম নেপাল’, এইসব ছবিতে দেখা গিয়েছে সোনু নিগমকে।
গাড়ির ব্যাপারে দারুণ শৌখিন সোনু নিগম। শোনা যায়, গায়কের সংগ্রহে রয়েছে DC Avanti, Audi A4, Range Rover Vogue এবং BMW Z4- এইসব বিলাসবহুল গাড়িগুলি।
মাত্র ৩ বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরম্যান্স দিয়েছিলেন সোনু। তারপর কামব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো সা রে গা মা পা- র মঞ্চে। মাত্র ১৮ বছর বয়সে বলিউডে সিঙ্গার হিসেবে ডেবিউ করেছিলেন সোনু নিগম।
হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু। মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, বাংলা, পাঞ্জাবি, ওড়িয়া, নেপালি ও আরও অনেক ভাষাতেই গান গেয়েছেন তিনি।
অভিনয়ের দুনিয়াতেও খুব অল্প বয়সেই শিশু শিল্পী হিসেবে ডেবিউ হয় সোনু নিগমের। ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে অভিষেক হয় তাঁর।
শুধু গাড়ি নয় বাড়ির ব্যাপারেও সোনু নিগমের শখ-শৌখিনতা দেখার মতো। মুম্বই এবং দুবাইতে দু’টি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। নিজে হাতে সাজিয়েও রাখেন বাড়ি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেইসব বিলাসবহুল বাড়ির অন্দরমহলের সাজসজ্জা।
সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু নিয়েছে সোনু নিগমের। কখনও টি-সিরিজের বর্তমান মালিক ভূষণ কুমারকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। কখনও বা রাধে মা- কে নিয়ে তাঁর মন্তব্যের জন্য বিরাগভাজন হয়েছেন সোনু। তালিকায় রয়েছে আরও অনেক বিতর্কিত বিষয়।
১৯৯৭ সালে ‘বর্ডার’ ছবির ‘সন্দেসে আতে হ্যায়’ গানই সোনু নিগমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আজও তাঁর সুরের জাদুতে মুগ্ধ হন দর্শকমহল।