অর্পিতা বনিক , গোবরডাঙা: এ যেন মানুষের গড়া বিভেদের প্রাচীর ভেঙে ফেলার ডাক। সব ধর্মের সহাবস্থান ৷ উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়পাড়ায় মসজিদের পাশেই ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় বহু বছর ধরে সম্প্রীতির ইদ ও দুর্গাপুজো দেখে আসছেন স্থানীয় মানুষ।
এক ধৰ্ম মানবতা অন্তরে জ্বলুক অনির্বাণ। হোক মানবতার জয়গান। সম্প্রীতির বার্তা দিতেই গড় পাড়া ইযংস্টার ক্লাবের পুজো ঘিরে এখানে সব ধর্ম মিলেমিশে একাকার। ক্লাব সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করছেন বছরের পর বছর। তাঁদের চিন্তাভাবনা, ফুটে ওঠে শিল্পকাজের মধ্যে দিয়ে। তাঁরা সমাজকে দিতে চান সম্প্রীতির বার্তা.. এই পৃথিবীকে ভালোবাসি….এক নীড়ে থাকি পাশাপাশি। দেখুন ভিডিও
মসজিদের পাশেই গড়পাড়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় একই মাঠে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ক্লাবের সম্পাদক মলয় চৌধুরী কথায়,তাদের পুজো এ বার ৫২ বছরে পড়ল। ইদে যেমন আমরা সহযোগিতা করি, তেমনই দুর্গাপুজোর আয়োজনেও সকলেই শামিল হই। সাহেব মণ্ডল, ইসমাইল গাজি, হাফিজুর মণ্ডলেরা হাতে হাত লাগিয়ে একত্রিত হয়ে পুজোর কাজে অংশগ্রহণ করেন।
গোবরডাঙার পুরপ্রধান শঙ্কর দত্ত বলেন, সম্প্রীতির বিড়ল ছবি বহু বছর ধরে আমরা দেখে আসছি। দীর্ঘদিন ধরেই দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসেন। উৎসবে যোগ দেন।