Goa: ‘‌নতুন ভোরের সূচনা করব’‌, গোয়া সফরের আগে জোড়া টুইট মমতার

0
290

দেশের সময় ওয়েবডেস্কঃ গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলনেত্রী নিজেই জোড়া টুইটে সে কথা জানিয়েছেন।পূর্বে নিজেদের উদয় করে এবার পশ্চিমের রাজ্যে বিজেপিকে অস্ত পাঠাতে এবার তৈরি হচ্ছে তৃণমূল। শুক্রবারই জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সেই সঙ্গে বিজেপিকে বিঁধলেনও তিনি। লেখেন, ‘‌২৮ অক্টোবর গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিজেপি এবং তাদের বিভেদমূলক উদ্দেশ্যগুলিকে পরাস্ত করতে সকল ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার আমজনতাকে অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে।’‌

আরও একটি টুইটে মমতা লেখেন, ‘‌আমরা একটি নতুন সরকার গঠনের মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করব। যা সত্যিই গোয়ার জনগণের সরকার হবে এবং তাদের প্রত্যাশাপূরণে প্রতিশ্রুতিবদ্ধ হবে।’‌

প্রসঙ্গত, সেপ্টেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এরপর কংগ্রেস-সহ বিভিন্ন দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন গোয়ার একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব। পুজোর মধ্যে গোয়ায় নিজেদের পার্টি অফিসও খুলেছে তৃণমূল। এবার ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন মমতা। ফিরবেন ৩১ অক্টোবর। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর, সেখানেই মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস‌-‌সহ একাধিক রাজনৈতিক দলের নেতার। আগামী বছরেই গোয়ায় বিধানসভা ভোট। এবার পশ্চিমের রাজ্যে নজর তৃণমূলের। 

একুশের ভোটে বাংলায় বিপুল জয়ের পর অন্যান্য রাজ্যে নজর দিয়েছে তৃণমূল। সেই তালিকার একেবারে প্রথম দিকে রয়েছে ত্রিপুরা এবং গোয়া। আগামী বছরের গোড়ায় গোয়ায় বিধানসভা ভোট হওয়ার কথা। ত্রিপুরায় বিধানসভা ভোট হওয়ার কথা ২০২৩-এর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ।

Previous articleWest Bengal Weather Forecast: আজই বাংলা থেকে বর্ষা বিদায়! শীতের ইনিংস শুরু কবে থেকে? জানুন
Next articleবনগাঁ শহরে বসছে বিশ্ববাংলা ‘ক্লক টাওয়ার’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here