Ghattamaneni Siva Rama Krishna: প্রয়াত দক্ষিণী সুপারস্টার কৃষ্ণ মূর্তি

0
423

দেশের সময় ওয়েবডেস্কঃ ৮০ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ।

দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তী তারকা তিনি। পিতৃহারা  মহেশবাবু। পরিবার সূত্রের খবর, দিন কয়েক ধরেই শরীর অসুস্থ ছিল তাঁর।  হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১৫ নভেম্বর ভোর বেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি, একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক তিনি। শুধু অভিনয় নয়, তিনি সফলতার সঙ্গে বিচরণ করেছেন রাজনীতিতেও। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন, পরের হাত শিবিরের সাংসদ হয়েছিলেন তিনি। প্রায় ৩৫০ টি সিনেমাতে অভিনয় করেছেন এবং মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয় নিয়ে মানুষের মনের উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো। দক্ষিনী সিমেনার এই কিংবদন্তী অভিনেতা তাঁর কাজের জন্য পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। 

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা মহেশবাবুর পরিবার। শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। বর্ষিয়াণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 

Previous articleNolen Gur : “যশোরের যশ খেজুরের রস”ওপার বাংলার খেজুর গুড় মিলছে এপার বাংলার হাটে
Next articleAftab Amin Poonawalla: ফ্রিজে শ্রদ্ধার কাটা মাথা রেখে ওই বাড়িতেই একাধিক মহিলার সঙ্গে উদ্দাম যৌনতায় মাততেন আফতাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here