দেশের সময় ওয়েবডেস্কঃ শহরে ফের গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। গার্ডেনরিচ মার্কেট এলাকায় বৃহস্পতিবার সন্ধেয় সিলিন্ডার বিস্ফোরণে বহু মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিকেল প্রায় ৫টা ৪০ মিনিট নাগাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মার্কেট এলাকায় তিনটি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। সেই থেকেই সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই সিলিন্ডার ফেটে গিয়েছিল বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গার্ডেনরিচের সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ২২ জন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে বলে জানা যাচ্ছে।তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বিস্ফোরণে জখমদের দেখতে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম ।তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বিস্ফোরণে জখমদের দেখতে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম ।
এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে স্থানীয়রাও নেমেছেন। এলাকার মনুষ জানিয়েছেন অগ্নিকাণ্ডের মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ পান তাঁরা।
ববি হাকিম এই এলাকার বিধায়ক। খবর পেয়েই হাসপাতালে যাচ্ছেন তিনি। জখমদের এসএএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।