Ganga Arati: বারানসীর আদলে গঙ্গা আরতি এবার কালনাগিনী নদীবক্ষে

0
485

সুপ্রকাশ চক্রবর্তী, দক্ষিণ২৪পরগনা: বারানসি ও হরিদ্বারের আদলে এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গার শাখা নদী কালনাগিনী নদীবক্ষে শুরু হল সমবেত গঙ্গা আরতি ৷
ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে পরপর তিন দিন গঙ্গা আরতির আয়োজন হয়েছে ৷

গিরিরচক গ্রামের বাঁশতলা খেয়াঘাটে। শতশত ভক্তের উপস্থিতিতে পতিত পাবনী গঙ্গার মহিমা জনসাধারনের মধ্যে ছড়িয়ে দিতে পবিত্র তীর্থ ভূমি গঙ্গাসাগর থেকে কয়েক কিলোমিটার দুরে এই অভিনব গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। সঙ্ঘের প্রাণপুরুষ পরমাত্মা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষকে পাথেয় করে একদিকে পবিত্র গঙ্গাসাগর তীর্থভূমি ও তীর্থযাত্রীকে সুরক্ষিত রাখতে শতশত স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের নিরলস সেবার সাথে কালনাগিনী নদীবক্ষে এই অভিনব আরতির সাথে ১২৮জন মায়েরা পবিত্র গঙ্গাবক্ষে ১২৮টি ঘটে জল দিয়ে অভিষেক করেন!

পরপর তিনদিন ধরে এই পবিত্র গঙ্গা আরতিতে এক হাজার একটি প্রদীপ প্রজ্জলন করে গঙ্গায় ভাসানো হয়, ১২৮টি ধূণাচি ও ১২৮টি মশাল নিয়ে এই পবিত্র গঙ্গা আরতি করা হয়। এই আরতি দর্শন করার জন্য কালনাগিনী নদীর উভয় তীরে ব্যাপক ভীড় হয়। এই উপলক্ষে তিনদিন ধরে বাঁশতলা বাজার কমিটি ও মন্মথপুর হিন্দু মিলন মন্দির কমিটির সহযোগিতায় প্রণব সংস্কৃতি মেলা শুরু হয়৷ এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যাত্রা ও বাউল গান অনুষ্ঠিত হয়৷

Previous articleWeather Update: কুয়াশা মোড়া শহর!ফের শীত কি ফিরছে? বৃষ্টির পূর্বাভাস বাংলায়
Next articleWest Bengal weather: মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় হতে পারে বৃষ্টি, কী জানাল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here