Gaighata News : টিউশন থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

0
155

দেশের সময় , গাইঘাটা:  রবিবার ভোরে উত্তর শিমুলপুর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। গোটা ঘটনার তদন্তে গাইঘাটা থানার পুলিশ। টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকার শিমুলপুরে। ঘটনা জানাজানি হয়ে বদনাম হওয়ার ভয়ে পরে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী, দাবি পরিবারের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরে থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, টিউশন পড়ে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক সুজিত পাল ওরফে বাবুসোনা। অভিযুক্ত প্রায় দেড় বছর ধরে ওই নাবালিকাকে উত্ত্যক্ত করত বলে দাবি পরিবারের।

নাবালিকা নিজের উপর হওয়া নির্যাতনের কথা লজ্জায় কাউকে জানাতে পারেনি। পরিবারের দাবি, মানসিকভাবে কষ্ট পাচ্ছিল সে। শনিবার দুপুরে গলায় ফাঁস দিতে আত্মহত্যার চেষ্টা করে সে। তবে পরিবারের নজরে আসায় তাঁরা মেয়েকে শেষ মুহূর্তে উদ্ধার করে ফেলে। কেন সে এই কাজ করছিল, তা জানতে চাওয়া হয়।

এরপরেই সুজিতের কুকীর্তির কথা পরিবারকে জানায় নাবালিকা। শনিবার রাতেই তার পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সুজিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার ভোরে উত্তর শিমুলপুর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। গোটা ঘটনার তদন্তে গাইঘাটা থানার পুলিশ।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleBhai Phota 2024 বৃদ্ধাশ্রমের দিদারা ফোঁটা দিলেন মন্ত্রী অরূপকে, নাচে, গানে মাতালেন সায়নী, কৌশানিরা : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here