Free Covid-19 Booster Dose: আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! রইল বিস্তারিত তথ্য

0
550

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে করোনার বাড়বাড়ন্ত!কিন্তু সময়মতো বুস্টার ডোজ নেননি ৯২ শতাংশ মানুষ। এই অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে দেশজুড়ে বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি চালু হচ্ছে। আগামী ৭৫ দিন চলবে এই কর্মসূচি।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী দেশের ১৮ বছরের ঊর্ধ্বে সকল মানুষ আজ থেকে বিনামূল্য বুস্টার ডোজ নিতে পারবেন। এই কর্মসূচি ৭৫ দিন চলবে ৷

জানা যাচ্ছে নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত সরকারি টিকাকেন্দ্র থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বিনামূল্যে বুস্টার ডোজ (করোনাভাইরাস টিকার ‘প্রিকশন’ বা তৃতীয় ডোজ) নিতে পারবেন।

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছ’মাস অর্থাৎ ২৬ সপ্তাহ অতিক্রান্ত হলেই কোনও ব্যক্তি বুস্টার ডোজ নিতে পারবেন। সেভাবেই আজ থেকে বিনামূল্যে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ প্রদান করা হবে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯২ শতাংশ মানুষ (যাঁরা বুস্টার ডোজ নিতে পারেন) নির্দিষ্ট সময় মতো করোনা টিকার তৃতীয় ডোজ নেননি। ১৮-৪৫ বছরের ক্ষেত্রে ৯৮.৮ শতাংশ মানুষ ‘দেরি’ করেছেন। ৪৫-৬০ বয়সিদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় মতো বুস্টার ডোজ নেননি ৯৮ শতাংশ মানুষ। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে ৭৩ শতাংশ ‘দেরি’ করেছেন ৷

এই পরিস্থিতিতে আজ থেকে ৭৫ দিনের বুস্টার ডোজ কর্মসূচিতে বাড়তি জোর দিচ্ছে মোদীসরকার৷ গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, ‘ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। আজাদি অমৃতকাল উদযাপনের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে।

এর আগে শুধুমাত্র প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বিনামূল্যে বুস্টার  ডোজ প্রদান করা হত। বাকিদের টাকা দিয়ে নিতে হত বুস্টার ডোজ। শুক্রবার থেকে সব প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকই বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন।

Previous articleHanskhali Murder: ডিভোর্সের আগেই হাঁসখালিতে স্ত্রীকে গুলি করে খুন স্বামীর!
Next articleখড়দহের শ্যামসুন্দর জাগ্রত! প্রভু নিত্যানন্দের পুত্র বীরভদ্র মন্দিরটি প্রতিষ্ঠা করেন,কোথা থেকে আসে বিগ্রহ? কীভাবে প্রতিষ্ঠা হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here