Fraud Case: ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের আশ্বাসে ওটিপি চেয়ে ২২ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার পাণ্ডা

0
355

দেশের সময় , বনগাঁ: ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য এসেছিল ফোন। সমস্যা সমাধান করতে ওটিপি দিতেই খোয়া গিয়েছিল প্রায় দেড় লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমে প্রতরণা চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার বনগাঁর বল্লভপুর গ্রামের বাসিন্দা মিলি মণ্ডল গত জুন মাসের ১ তারিখে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য একটি ফোন এসেছিল তাঁর ফোনে। সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্কের নথি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতেই ওটিপি নম্বর চাওয়া হয়েছিল। তিনি সেই ওটিপি দিতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা।

তারপরে তিনি বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার তদন্ত নেমে গতকাল পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে উজ্জ্বল সিংহ নামে এই প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।

সাইবার পুলিশ সূত্রে খবর, উজ্জ্বল সিংহের সঙ্গে এই প্রতারণাচক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফোন করেন। তাঁরা গ্রাহকদের কাছ থেকে ওটিপি নম্বর চান, যাঁরা ওটিপি দেন, তাঁদের অ্যাকাউন্ট থেকেই টাকা উধাও।

এভাবেই এই প্রতারকরা জাল বিছিয়েছে গোটা রাজ্য জুড়ে। উজ্জ্বল সিংহকে গ্রেফতার করে সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করতে চাইছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত উজ্জ্বল সিংহর নামে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

এদিন বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে প্রতারক উজ্জ্বল সিংহকে ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।

Previous articleKolkata Rain : নিম্নচাপের দাপট, কোন ৩ জেলায় দিনভর বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট
Next articleMamata Banerjee Cabinet Reshuffle : বালু ও বাবুল, নজর দু’য়ের উপর,মমতা মন্ত্রিসভায় রদবদল শীঘ্রই,দফতর অদলবদল ঘিরে জল্পনা শাসকদলের অন্দরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here