Extramarital: স্ত্রীর সঙ্গে পরকীয়া বন্ধুর! কুড়ুল দিয়ে কুপিয়ে খুন বাগদায়

0
772

দেশের সময় , বাগদা: স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমনই সন্দেহ ছিল এক ব্যক্তির। শুধু সেই সন্দেহের বশেই নিজের বন্ধুকে খুনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে! অভিযুক্তের নাম বাসুদেব ঘোষ। মঙ্গলবার বাগদা থানার কুলবেড়িয়া পারুইপাড়া গ্রামের এই ঘটনায় আলোড়ন পড়ে যায় গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ বাগদার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন আনন্দ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেই সময় সেখানে আসেন তাঁরই বন্ধু বাসুদেব ঘোষ। বাসুদেবের অভিযোগ, তাঁর স্ত্রী কাকলির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে আনন্দর। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে।

অভিযোগ, সেই সময় আচমকাই হাত থাকা কুড়ুল দিয়ে আনন্দের মাথায় কোপ বসিয়ে দেন বাসুদেব। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আনন্দ। তাঁকে প্রাথমিক ভাবে বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে বছর ৩৭-এর আনন্দ ঘোষ পাড়ার রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন। সেই সময় বাসুদেব আচমকা আনন্দের ওপর চড়াও হয়। বন্ধু আনন্দ ও নিজের স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি শুরু করে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।


অভিযোগ, বচসা চলতে চলতেই আনন্দের মাথায় কুড়ুল নিয়ে কোপ মেরে বসে বাসুদেব। কোপের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আনন্দ । গুরুতর অবস্থায় তাঁকে প্রথম বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তর করে বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বাড়িতে গিয়েও স্ত্রী কাকলি ঘোষের উপর হামলা চালায় বাসুদেব। তাঁকেও কুড়ুল নিয়ে তাড়া করে। আহত হন কাকলি ঘোষ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Previous articleCovid Vaccine: ১২ থেকে ১৪ বছরের বাচ্চাদের টিকা আগামী কাল থেকেই, জানুন বিস্তারিত
Next articleMinor Marriage: অশোকনগরে ১৪ বছর বয়সেই মেয়ের বিয়ে! কঠোর পদক্ষেপ পুলিশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here