দেশের সময়, বনগাঁ: পুরভোটের আগে শেষ পর্বের প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। বনর্গাঁয় ছিলেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়৷ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি এদিন প্রার্থীদের সমর্থনে রোড শো করেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়৷ হুড খোলা গাড়িতে প্রচারে দেখা যায় শতাব্দী রায়কে। সঙ্গে ছিলেন ৩ নং ওয়ার্ডের প্রার্থী গোপাল শেঠ। বিধায়ক বিশ্বজিৎ দাস,বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, শ্রমিক নেতা নারায়ণ ঘোষ সহ তৃণমূল নেতা রতন ঘোষ। এবং সঙ্গে হাজার হাজার কর্মী সমর্থক যোগ দেন এদিনের রোড শো-এ৷ দেখুন ভিডিও:
সেলিব্রিটিদের উপস্থিতিতে জমে উঠলো শেষ দিনের ভোটপ্রচার। পাশাপাশি, শেষ মুহূর্তের ভোট প্রচারে প্রতিটি পাড়া, অলিগলি সড়গরম হয়ে উঠলো। শুক্রবার বিকেল ৫ টায় পুর ভোটের ভোট প্রচার শেষ হল। আর শেষ দিনের এই প্রচারে জমে উঠলো বনগাঁ । সেলিব্রিটিদের এনে শেষ মুহূর্তের প্রচার জমিয়ে দিল তৃণমূল।
এদিন দুপুরে বনগাঁয় মহা মিছিল বের করে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন বনগাঁর খেলাঘর ময়দান থেকে মিছিল বের হয়ে ত্রিকোন পার্ক, রায় ব্রিজ, মতিগঞ্জ, বিএসএফ ক্যাম্প মোড়, রাখালদাস সেতু, বাটা মোড় হয়ে ১ নম্বর রেলগেটে শেষ হয়।
ধামসা–মাদল, আদিবাসী নৃত্য সহ নানা উপকরণে রঙিন হয়ে ওঠে মিছিল। হুডখোলা গাড়িতে প্রার্থীদের পাশে নিয়ে ভোট প্রচার করেন শতাব্দী। তিনি বলেন, ‘মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে, বনগাঁয় তৃণমূলের সব প্রার্থী জিতবেন।’
এদিন, হাবড়ায় তৃণমূল প্রার্থীদের হয়ে আরও একবার প্রচারে নামলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। গাড়িতে উপস্থিত ছিলেন প্রার্থী নারায়ণ সাহা সহ অন্যান্যরা।
অন্যদিকে, অশোকনগরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে আসেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এলাকায় গাড়িতে করে প্রচারের পাশাপাশি পথসভাও করেন। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। শ্রাবন্তী বলেন, ‘দল বদল করার অনেক কারণ আছে। তৃণমূল সবসময় আমার পাশে ছিল, এখনও আছে।’