এলাকার উন্নয়নে,শাসকদলের সাথে আছি-দুলাল/দেশের সময়ঃবাগদা বুধবার সকাল থেকেই শাসকদলের হয়ে মাঠে নেমে পড়েছেন বাগদার কংগ্রেস বিধায়ক দুলালবর৷ দেশের সময় এর প্রতিনিধিকে জানালেন,আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি এলাকার উন্নয়নের সার্থে তৃর্ণমূলের হয়ে কাজ করবেন ।মঙ্গলবার শাসকদলের রাজ্য দপ্তরে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করে নিজেই একথা জানান। দুলাল বাবুর কথায় পার্থ বাবু তাকে সম্পূর্ণ ভাবে কাজ শুরু করে দিতে বলেন,তাই সময় নষ্ট না করে বুধবার সকাল থেকেই কয়েক জন অনুগামীদেরকে নিয়ে বেড়িয়ে পড়েছেন বাগদার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যে গ্রাম গুলিতে বিজেপি শক্ত ঘাঁটি গেঁড়েছে ৷ সেই জায়গা এবং সেখান কার মানুষের সমস্যা জেনে দ্রুত শাসকদলের সাথে আলোচনা করে সমাধানই তার এখন এক মাত্র লক্ষ্য ৷ গত মঙ্গল বার সন্ধ্যায় মধ্যম গ্রামের তৃণমুল কার্যালয়ে দেখা করেন জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এবং পর্যবেক্ষক নির্মল ঘোষের সঙ্গে৷ দুলাল বাবুর কথায় দু’জনকে কথা দিয়েছি কাজ করে দেখাব’ ৷ বুধবার সকালে হ্যালেঞ্চা বাজারে চায়ে চুমুক দিতে দিতে এক গাল হেসে দুলাল বাবু বললেন, পার্থ দা আমার গুরু তার কথা মতো বাগদা এলাকায় পঞ্চায়েতের কাজ শুরু করে দিয়েছি ৷ উত্তর ২৪পরগনার তৃণমুলের পর্যবেক্ষক নির্মল ঘোষ বলেন পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর আদর্শকে মাথায় রেখে বিজেপির বিরুদ্ধে দুলাল বর লড়াই করতে চায়,আমারা আশা করছি বাগদায় তৃণমূল এক জোট হয়ে কাজ করবে। দেশের সময়ঃ- ছবিটি তুলেছেন সুমন বিশ্বাস৷