EDITOR’S CHOICE PICTURE: আলোকচিত্র

0
598

EDITOR’S CHOICE PICTURE:

Caption-ক্যাপশন: রাতের নীলাচলNight vew Nilachal Hill Guwahati City( Assam) photographer: – সন্তু মজুমদার (Santu Majumder)

অভিনন্দন Congratulations : আজ আপনার ফোটোগ্রাফি সম্পাদকের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে৷আপনার কাজ ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ, আজ একটি সুন্দর দিন ।”

“রাস্তাঘাটে এমন অনেক দৃশ্য চোখে পড়ে যার মধ্যে কোনও একটা গল্প লুকিয়ে থাকে। তা আনন্দ বা কষ্টেরও হতে পারে। আবার অনুপ্রেরণা বা সাফল্যেরও। আপনার দূরদর্শিতাই বলে দেবে আপনি এক জন ভাল ফোটোগ্রাফার। একটা ছবির মধ্যে লুকিয়ে থাকে অনেক না-বলা কথা। একটা ছবি হয়ে উঠতে পারে যোগাযোগের মাধ্যম। একটা মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে অনন্তের দিকে ধাবিত হয়। ক্যামেরা বা লেন্স উন্নতমানের হলেই যে ভাল ছবি আসবে, তা নয়। ফোটোগ্রাফিক সেন্স থাকাটা অত্যন্ত জরুরি। একটা দৃশ্য নানা দিক থেকে নানারকম দেখায়। আপনার দেখার চোখই বলে দেবে ঠিক কোন জায়গা থেকে সেরা ছবিটি উঠবে। যাঁরা মুহূর্তকে লেন্সবন্দি করতে ভালবাসেন, তাঁরা নিশ্চয়ই চান, তাঁদের তোলা ছবিটি হয়ে উঠুক পিকচার পারফেক্ট। সেই সমস্ত ফোটোগ্রাফার দের জন্য দেশের সময়- এর উপস্থাপনা “ছবির গল্প”।” তাহলে আর অপেক্ষা কেন! আপনার তোলা প্রিয় ছবিগুলির সঙ্গে গল্প লিখে পাঠিয়ে দিন ” দেশের সময়” এর দফতরে : e-mail- deshersamay@deshersamay@gmail”

দেশের সময়” (এফ বি fb) ফোটো গ্যালারিটির জন্য একটি ছবি আপলোড করুন নিয়মিত৷

আমরা সেরা ১২টি ছবি বেছে নেব এবং সেগুলি আমাদের ফটো গ্যালারিতে যুক্ত করব। এবং সবার মাঝে সেরা ছবিটি আমাদের কাছ থেকে একটি বিশেষ পুরস্কার পাবে।  সাধারণ বিধি (সংক্ষিপ্তসার):   প্রতিদিন আপনার ছবি আপলোড করুন।

একাধিক ছবি জমা দিতে পারেন। দাখিল করা ফোটোগুলি সংক্ষিপ্ত দিকে কমপক্ষে 640 পিক্সেল এবং লম্বা দিকে 2000 পিক্সেলের বেশি নয়। ফটোগুলি অবশ্যই জেপিজি ফর্ম্যাটে থাকতে হবে ফাইলের আকার 2 এমবি অতিক্রম করা উচিত নয়।

প্রতিটি ছবির জন্য, একটি ক্যাপশন নির্দিষ্ট করা বাধ্যতামূলক। “পোস্টের শিরোনাম ক্ষেত্রে” ক্যাপশন লিখুন। একবার আপলোড হয়ে গেলে, ফোটোগুলি / বিশদগুলি মুছে ফেলা যায় না, পরিবর্তন করা যায় না বা পরিবর্তন করা যায় না।

বিঃদ্রঃ ছবিটির উপরে কোন রকম ওয়াটার মার্ক / বা কোন লোগো অথবা নাম ব্যাবহার করা যাবে না৷ ছবিটি দেশের সময় ফোটো গ্যালারিতে আপলোড করার সময় অন্য কোন লিঙ্ক যোগ করা যাবে না৷

আপলোড করা ফোটোগুলি পরে সাইটে প্রদর্শিত হবে। চিত্র অবশ্যই চিত্রাবলীর হতে হবে।
একটি স্পষ্ট শট পছন্দ।
বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। … রঙ বা কালো এবং সাদা
ভাল রচনা।
নগ্নতা এড়ান …
মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা সহ ক্যাপশন এবং প্রযুক্তিগত বিশদ
আমাদের (এফ বিfb) ডিজার সমেত ফোটো গ্যালারিটির জন্য একটি ছবি আপলোড করুন।DESHER SAMAY PHOTO GALLERY ইমেল – deshersamay@deshersamay@gmail

Previous articleWeather Update: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীত কমল বাংলায়!এই জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস
Next articleCovid 19 in India: ৭ মাস পর দৈনিক আক্রান্ত ছাড়ালো ১ লক্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here