ED Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানা, আরও ১২ জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি

0
586

দেশের সময়, উত্তর২৪পরগনা: পুর নিয়োগ দুর্নীতিতে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোর রাত থেকে কলকাতা সহ রাজ্যের ১২ জায়গায় এক যোগে ইডি-এর ম্যারাথন তল্লাশি। সাত সকালেই রাজ্যের খাদ্যমন্ত্রী তথা প্রাক্তন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে ইডি হানা। খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও পুরসভার চেয়ারম্যানের বাড়ি সহ একাধিক জায়গায় এক যোগে তল্লাশি চালাচ্ছে ইডি। ১২ টি টিমে ভাগ হয়ে ৮০ জন ইডি আধিকারিক নেমেছেন অভিযানে।

পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশিতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি চেয়ে মধ্যমগ্রাম পুরসভার কাছে নোটিশ পাঠায় ইডি। বর্তমান চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছিলেন, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তিনি পাঠিয়েছিলেন ইডি দপ্তরে। তবে সূত্রের খবর অয়ন শীলের ফাইল ঘেঁটে বেশ কিছু তথ্য উঠে আসে ইডির হাতে, সেই তথ্যের ভিত্তিতে আজ ভোর ছটায় ইডি আধিকারিকরা হানা দেয় মন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রাম মাইকেল নগরের বাড়িতে। সকাল থেকেই চলছে ইডির তল্লাশি অভিযান,বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। প্রায় পাঁচটি গাড়িতে করে ইডি-এর আধিকারিকরা পৌঁছন খাদ্যমন্ত্রীর বাড়ি। আচমকা এসে বাড়ির ভিতরে ঢুকে যান ইডি অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। কাকভোরে এভাবে মন্ত্রীর বাড়িতে হানায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। সূত্রের খবর, ইডি হানার সময় বাড়িতেই আছেন রথীন ঘোষ। তাঁর সহ তাঁর পরিবারের লোকজনদেরও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, মধ্যমগ্রাম পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে এই তল্লাশি চলছে। এরই পাশাপাশি আরও ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির গোয়েন্দারা।

শুধু খাদ্য মন্ত্রীই নন, টিটাগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও একইসঙ্গে হানা দেয় ইডির একটি দল। উত্তর ২৪ পরগণা জেলার টিটাগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে ভোরবেলা থেকে ইডি তল্লাশি। টিটাগর পুরসভায় চাকরি নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল, সেই ঘটনায় তদন্তে এসেছে ইডি।

সকাল সাড়ে ছয়টা নাগাদ চার থেকে পাঁচ জন অফিসার প্রশান্ত চৌধুরীর বাড়িতে আসে। ২০১৬ সালে টিটাগর পুরসভায় ২২১ জন চাকরি পেয়েছিলেন বলে জানা যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিয়ুক্ত ও ধৃত অয়ন শীলের হাত ধরে সেইসব চাকরি হয়েছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ইডি নজরে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার চেয়ারপার্সন। জানা গিয়েছে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মল্লিক এবং দক্ষিণ দমদম পুরসভার নিতাই দত্ত সহ পুরসভা নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির।

একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে বাংলার বকেয়া পাওনার দাবিতে আজ, বৃহস্পতিবার রাজভবন অভিযান রয়েছে তৃণমূলের। দুপুর আড়াইটে নাগাদ মোহরকুঞ্জ থেকে মিছিল শুরু হওয়ার কথা। তার আগে ঘটনাচক্রে এদিন সকাল থেকেই রাজ্যের খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি নিয়ে হইচই পড়ে গেল।

২০২১ সালে মধ্যগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে রাজ্যের খাদ্য মন্ত্রী হয়েছেন রথীন ঘোষ। তার আগে ২০১৪ সাল থেকে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। অভিযোগ হল, মধ্যমগ্রাম পুরসভায় তাঁর মেয়াদে নিয়োগ-দুর্নীতি হয়েছে।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুলিশ হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। শান্তনুর সূত্রে তারপর গ্রেফতার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে।

এই অয়ন শীলের সল্টলেকের অফিস থেকেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পায় ইডি। এক দুর্নীতি খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে অন্য দুর্নীতির কিসসা। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেরও তদন্তে নেমেছে সিবিআই ও ইডি।

২০১৪ সাল থেকে পুরসভায় নিয়োগ নিয়ে যেসব দুর্নীতি হয়েছে মূলত সে ব্যাপারে তদন্ত করছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সেপ্টেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার কর্মী ও আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই প্রথম কোনও পুর দুর্নীতি কাণ্ডে কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি করছে ইডি।

Previous articleDURGA 2023: দেশ ছাড়লেও সাবেকি প্রতিমা তৈরি ছাড়েননি গোপালনগরের মৃৎ শিল্পী গোবিন্দ পাল, ছেলে বিজয়ের মন থিমে: দেখুন ভিডিও
Next articleAbhishek Banerjee : অভিষেককে ‘১০ অক্টোবরের মধ্যেই দিতে হবে তথ্য ,১ ঘণ্টাও বাড়তি সময় নয় ‘,হাইকোর্টের ভর্ৎসনা ইডি’কেও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here