Earthquake in Turkey and Syria: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

0
628

দেশের সময় ওয়েবডেস্কঃ গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর থেকে শতাধিক বার ‘আফটার শক’-এ কেঁপে উঠেছে তুরস্ক এবং সিরিয়া।

একের পর এক এক কম্পনে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে দু’টি দেশ। ভূমিকম্প বিধ্বস্ত সেই তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার । যদিও অনেকের মতে, বেসরকারিভাবে এই সংখ্যাটা আরও বেশি।

শুক্রবার তুরস্ক সরকার জানিয়েছে, তাদের দেশে ৪৪ হাজার ২১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। সিরিয়ায় মৃত্যু সংখ্যা পাঁচ হাজার ৯১৪। দু’টি দেশ মিলিয়ে মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার। ৬ ফেব্রুয়ারি পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। এখনও দু’দেশে উদ্ধার কাজ চলছে। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে পচাগলা দেহ।

তুরস্ককে নতুন করে গড়তে ইতিমধ্যেই এগিয়ে এসেছে মার্কিন ব্যাঙ্কিং সংস্থা জেপি মর্গ্যান। তারা জানিয়েছে, তুরস্কে ২ লক্ষ বহুতল আবাসন এবং ৭০ হাজার গ্রামীণ বাড়ি তৈরি করবে। ইতিমধ্যেই জানা গিয়েছে তুরস্কে ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ মিলিয়ন টন।
পৃথকভাবে রাষ্ট্রপুঞ্জও দুই দেশকে সাহায্য পাঠাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তুরস্ককে নতুন করে গড়ে তুলতে অন্তত এক দশক সময় লাগবে। তবে মৃত্যু সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা অনেকের।

Previous article150 years of Kolkata Tram: ২৪ ফেব্রুয়ারি এদিন কলকাতার ট্রামের জন্মদিন!সেই ট্রাম যেন ‘ফেয়ারওয়েল’পাওয়ার অপেক্ষায়
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here