Durgapuja2024 বনগাঁয় এবার মুসলিম ভাইদের কাঁধে চেপে মা দুর্গা আসবেন মন্ডপে , চলছে প্রস্তুতি : দেখুন ভিডিও

0
229
অর্পিতা বনিক দেশের সময়

বনগাঁ : পশ্চিমবঙ্গের নানা প্রান্তে কত রকমের পুজো দেখা যায়। কোথাও আবার দেখা যায় নানা সম্প্রীতির দৃষ্টান্তও । যেমন উত্তর ২৪ পরগনার বনগাঁর জয়পুর সবুজ সংঘের পূজো। এখানে এবার মা দুর্গা আসবেন হিন্দু মুসলিম ভাইদের কাঁধে চড়ে। তার শেষ মুহুর্তের প্রস্তুতিও তুঙ্গে। দেখুন ভিডিও

বনগাঁর জয়পুর  মূলত মুসলিম সম্প্রদায় মানুষের বাস। তাতে কি আসে যায়? দুর্গোৎসব বলে কথা। দেবীর বোধন থেকে শুরু করে বিসর্জন সবই চলবে নিয়ম করে। পুজোর বাজার থেকে শুরু করে ঢাকের আওয়াজ সবেতেই সমান অংশীদার মুসলিম ভাইরা। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। ধর্মের বেড়াজাল ছিঁড়ে জয়পুর সবুজ সংঘের দুর্গা পুজোয় হিন্দু মুসলিম মিলেমিশে একাকার। পুজোর ওই কটা দিন হিন্দুদের মত মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও পুজোর সমান অংশীদার। এবার তাদের প্রথম পুজো। মা দুর্গার আবাহনে প্রস্তুত জয়পুর হিন্দু-মুসলিম ভাই বোনেরা। সবাই একজোট। পূজো মানেই সবার আনন্দ। সেই ছবি ফুটে ওঠে জয়পুর সবুজ সংঘের পুজোকে ঘিরে। প্রস্তুতি উপলক্ষে আগেই হয়ে গেছে খুঁটি পুজো। কারুকার্য শোভিত পূজা মন্ডপ ও প্রায় তৈরী জয়পুর সবুজ সংঘের মাঠে। পূজো উপলক্ষে মহাঅষ্টমীতে লুচি ছোলার ডাল তো আছেই।

এরপর বিজয়া দশমী । দেবীর বিসর্জন। মধ্যে এক বছরের অপেক্ষা ফের মা আসবেন ।
যুগ বদলের হাওয়াতেও এই পুজোকে ঘিরে এক ধরনের সম্প্রতি আবহাওয়া কাজ করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং সম্প্রীতি এখানে যে অটুট সেই ছবিই ধরা পড়ল এবার বনগাঁর জয়পুর সবুজ সংঘের দুর্গাপুজো’য় ।

Previous articleKolkata Durga Pujaলজ্জা’য় মুখ ঢাকলেন মা দুর্গা! ভাইরাল এই পুজোর থিম
Next articleJunior Doctors Protest সময়সীমা শেষ ,আমরণ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here