কলকাতা: ঢাকে কাঠি পড়তে আর বেশি বাকি নেই। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়েছে। বড় পুজো কমিটিগুলোও ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু করেছে। বহু ব্যবসায়ীর মনে খুশির হাওয়া ! যারা সারা বছর পুজোর জন্য অধীর অপেক্ষায় থাকে। তবে এই সময়টায় পুজো কমিটিগুলো প্রথমেই তাদের খুঁটি পুজোর কাজ সেরে নেয়। শনিবার হিন্দ সিনেমা হলের নিকটবর্তী অঞ্চলে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি এই খুঁটি পুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের তিনজন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, কৌশানি মুখার্জি এবং ঋতিকা সেন। এই কমিটির পুজো এবার ৩৫ তম বর্ষে পদার্পণ করলো। পুজোর থিম ‘অন্তর ও বাহির’।
খুঁটি পুজোর পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে সেই অনুষ্ঠানটি সাজানো হয়। তবে পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এই কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলের পাঁচটি পুজো কমিটিকে এবছরের পুজোর দুর্গা প্রতিমা প্রদান করা। তাদের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানায়।
যে সকল পুজো কমিটি এই তালিকায় ছিলেন তারা হলেন- বিজ্ঞ কানন ডেভেলপমেন্ট সোসাইটি ( যাদবপুর), ব্রক্ষ্মপুর বটতলা তরুণ সঙ্ঘ ( যাদবপুর), সরশুনা শিল্পী সংঘ ( বেহালা) এবং সুন্দরবন এর একটি ক্লাবসহ আরও একটা কমিটি। এই পুজোর বিশেষ মুখ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কমিটি তরফ থেকে জানা যায় পুজোর উদ্বোধন হবে অভিনেতার হাত ধরেই।