Durgapuja2022: শারদোৎসবে পাথুরিয়া গ্রামে রাম-রহিম মিলেমিশে একাকার : দেখুন ভিডিও

0
566

আর্পিতা বনিক, বাগদা: ধর্ম যার যার, উৎসব সবার। প্রাচীন এপুজোয় এভাবনা ষোলোআনা খাটে। দুর্গাপুজোর দিনগুলির জন্য বছরভর অপেক্ষায় থাকেন এতল্লাটের হিন্দু, মুসলিমরা। সবাই মিলে ভাগ করে নেন পুজোর আনন্দ। শারদোৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির এক অপরূপ ছবির দেখা মেলে বাংলার এই প্রান্তে। দেখুন ভিডিও:

উত্তর ২৪ পরগনার পাথুরিয়া গ্রাম। এই গ্রামের বারোয়ারি পুজো হিসেবেই এটি পরিচিত ৷ পুজো শুরুর দিকে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তাই শুরুর বছরগুলিতে ধুমধাম করে পুজো না হলেও একটা সময়ে আর্থিক সমস্যার জেরে এই পুজো চালিয়ে যেতে পাশে দাঁড়ার এই গ্রামেরই মুসলিম,খ্রীষ্টান ধর্মের বহু মানুষ ৷ এক কথায় পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন গ্রামবাসীরা। কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদের পাশাপাশি পুজোর তোড়জোড়ে এগিয়ে আসেন গ্রামের মুসলিম খ্রীষ্টান ধর্মালম্বী মানুষজনও। ফলে পাথুরিয়া গ্রামের এই দুর্গাপুজো সর্বধর্মের সম্প্রীতির পুজো হয়ে উঠেছে।

Previous articleDurgapuja 2022: চতুর্থী থেকেই পুণ্যার্থীদের ভিড় সিন্দ্রানী ব্যবসায়ী সমিতি পুজো মন্ডপে: দেখুন ভিডিও
Next articleBangaon Puja: কচুরিপানার মন্ডপে নদীর রঙে মৃন্ময়ী মাকে সাজিয়ে দেবীর আরাধনায় মগ্ন বনগাঁর তরুণ- তরুণীরা : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here