Durgapuja 2024 বাজল পুজোর ঘণ্টা ! বনগাঁ থেকে মুম্বই পাড়ি দিলেন উমা : দেখুন ভিডিও

0
284
অর্পিতা বনিক , পার্থ সারথি নন্দী

দেশের সময় : বাজল পুজোর ঘণ্টা ! উমার আসার সময় হল, ব্যস্ত কুমোরটুলি ।

পুজো এবং কুমোরটুলি, দুইই বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে যুগ যুগ ধরে। দুর্গা পুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম। প্রতিমার জন্য কাদামাটি সংগ্রহ থেকে সাজসজ্জা, প্রতিটা কাজই হয় প্রথা মেনে ।

উত্তর২৪ পরগনার বনগাঁর শিমুলতলায় কুমোরদের এই পাড়ায় ঢুকলেই পাওয়া যায় ভেজা মাটির গন্ধ। চোখে পড়বে মূর্তি তৈরির জন্য পড়ে থাকা মাটি। তা দিয়েই খড়ের উপর প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে মূর্তি।

বনগাঁর কুমোরটুলিতে প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎশিল্পী –          পার্থ সারথি নন্দী I

এ বছর প্রথম বনগাঁ থেকে স্বপ্ন নগরী মুম্বই পাড়ি দিল শিল্পী সেন্টু ভট্টাচার্য্যের হাতে তৈরী মৃণময়ী দুর্গা I মুম্বইয়ের গোরেগাঁ তে অভিনেত্রী পূজা ব্যানার্জী ভার্মা এই প্রতিমাকে বরণ করে পূজো করবেন । কুনাল ভার্মার উদ্যোগে মুমাইয়ের গোরেগাঁর এই পুজোর মন্ডপ তৈরী করছেন বনগাঁর শিল্পী রূপম মজুমদার । দেখুন ভিডিও

আরজি কর-কাণ্ডের জেরে গত মাসের শুরুর দিকে খানিক তাল কেটেছিল পটুয়াপাড়ার চেনা ছন্দের। গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন যখন পুরোদমে চলেছে, সেই সময়ে পুজোর আগের কুমোরটুলির চেনা ছবিটা প্রায় দেখাই যায়নি। প্রতিমা তৈরির কাজ পুরোদমে চললেও সে সময়ে পটুয়াপাড়ায় ভিড় প্রায় ছিল না বললেই চলে। দুর্গাপুজোর মাত্র দু’সপ্তাহ আগেও সেই ছবির খুব একটা বদল ঘটেনি। বলে দাবি করছেন মৃৎশিল্পীরা।

পুজোর দিন এগিয়ে আসায় নিম্নচাপের বৃষ্টির জন্য ঠাকুর তৈরিতে সমস্যা হলেও, কাজ থেমে থেকে নেই মৃৎ শিল্পীদের।

মৃৎশিল্পীরা জানাচ্ছেন, পুজোর এক মাস আগে থেকেই উৎসবের মেজাজ দেখা যায়। প্রতিমা তৈরি দেখতে, ছবি তুলতে ভিড় জমান অনেকেই। শিল্পীদের কথায়, ‘‘আর জি করের ঘটনার আগেই অধিকাংশ মৃৎশিল্পীর কাছে বায়না হয়ে গিয়েছিল। তাই প্রতিমার বায়নার উপরে তেমন প্রভাব পড়েনি। বায়না বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটেনি। কিন্তু কোপ পড়েছে সাজ শিল্পীদের বিক্রিবাটার উপরে।’’

আর জি কর-কাণ্ডের পরে উদ্যোক্তারা জৌলুসহীন পুজোর দিকে ঝুঁকে পড়ায় মার খাচ্ছে সাজ শিল্পের বিকিকিনি। প্রতিমা শিল্পীদের কথায় সাজ শিল্পের দোকানে তেমন কোন ভিড় নেই। ‘‘আর জি কর-কাণ্ডের পরে ছোট-মাঝারি পুজোর উদ্যোক্তারা সাজের বায়না কমিয়ে দিয়েছেন। অনেকে বাতিল করেছেন। এতে মার খাচ্ছেন সাজ শিল্পের ব্যবসায়ীরা।’’

উমা আসছে ফিরে।অপেক্ষার অবসান হতে আর কিছুদিনের অপেক্ষা তাই কুমোরটুলিতে প্রস্তুতি চলছে জোড় কদমে I

Previous articleAnubrata Mondal! দু’বছর পর নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল , বললেন শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে : দেখুন ভিডিও
Next articleDurga Puja 2024 পুজোর চার দিন কোন শাড়িতে ফ্যাশনিস্তা হয়ে উঠতে পারেন ভাবছেন? ট্রেন্ডিং শাড়ির খোঁজ নিল দেশের সময় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here