Durgapuja 2022: চতুর্থী থেকেই পুণ্যার্থীদের ভিড় সিন্দ্রানী ব্যবসায়ী সমিতি পুজো মন্ডপে: দেখুন ভিডিও

0
448

অর্পিতা বনিক , বাগদা : সিন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির এ বছরের দুর্গা পূজা ৬০ তম বছরে পদার্পণ করেছে৷ নিত্যনতুন ছকভাঙা ভাবনা সামনে এনে প্রতিবছর দর্শকদের চমকে দেয় সিন্দ্রানী ব্যবসায়ী সমিতি৷

পুজোর উদ্যোক্তরা জানালেন এবারও রয়েছে বিশেষ চমক ৷ গতবারের মতন এবারও রয়েছে বেশ কিছু নতুন ভাবনা। এ বছরের পূজোর বিশেষ আকর্ষণ দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে পূজা মন্ডপ, তার সাথে সাথে থাকছে বিভিন্ন আলোর প্রদর্শন এর মাধ্যমে, বুর্জ খলিফা, আইফেল টাওয়ার সহ বিভিন্ন আলোর প্রদর্শনী, মন্ডপের ভিতরে থাকছে ভগবান শ্রীবিষ্ণুর বিভিন্ন মহিমা প্রদর্শন ।
গত বছর এই পূজা মন্ডপ জেলার সেরা পূজা মন্ডপনির্বাচিত হয়েছিল । দেখুন ভিডিও

Previous articleShantanu Thakur: চতুর্থীতেই পুণ্যার্থীদের ঢল নামল বনগাঁয়, ঐক্যসন্মেলনী পুজো মন্ডপ উদ্বোধন করলেন শান্তনু ঠাকুর: দেখুন ভিডিও
Next articleDurgapuja2022: শারদোৎসবে পাথুরিয়া গ্রামে রাম-রহিম মিলেমিশে একাকার : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here