Durga Puja Weather: বোধনেই সুখবর, পিছিয়ে গেল নিম্নচাপ, জানুন গোটা পুজোয় আবহাওয়ার খবর

0
1432

দেশের সময় ওয়েবডেস্কঃ দেবীর বোধনের দিনেই উৎসব প্রিয় বাঙালির জন্য সুখবর। পিছিয়ে গেল নিম্ন চাপ তৈরির সময়। আপাতত আরও দুদিন ঘূর্ণাবর্ত থাকছে উত্তর আন্দামান সাগরে৷

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হবে ১৩ অক্টোবর আর্থাৎ আগামী বুধবার।

এর প্রভাবে অষ্টমীর দিন বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সামান্য বাড়বে নবমী ও দশমীতে।

বর্ষা-বিদায় পর্ব শুরু হলো বাংলা থেকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি মালদা এবং দক্ষিণ বঙ্গের বীরভূম মেদিনীপুর থেকে বর্ষা বিদায় নিল।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৩ তারিখ অষ্টমীর দিন থেকে বর্ষা বিদায়ের পালা শুরু বঙ্গে। তার আগে ষষ্ঠী ও সপ্তমীতেও বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। 

তবে এই ২দিন মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। 

হাওয়া অফিস জানচ্ছে, আজ ষষ্ঠীতে শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, বুধবার, অষ্টমীর দিন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হতে পারে প্রবল বর্ষণ। বৃষ্টির পরিমান বাড়তে পারে নবমী ও দশণীতে।

এক্ষেত্রে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। তাই দক্ষিণবঙ্গবাসী সপ্তমীর মধ্যে ঠাকুর দেখার প্ল্যান সেরে ফেললে ভাল করবেন। 


অন্যদিকে একেবারে শুকনো যাবে না উত্তরও। ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে মোটের ওপর উত্তরবঙ্গের আবহাওয়া পুজোর দিনগুলিতে শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে। 

Previous articlePUJA PARIKRAMA KOLKATA 2021পুজো পরিক্রমা কলকাতা: ক্যামেরায় ধ্রুব হালদার , দেবদ্যুতি হালদার, পিয়ালী মুখার্জী ও শম্পা গুহ মজুমদার
Next articleDurga Puja) কলকাতা সহ জেলার ১০৩টি পুজো পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’, রইল তালিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here