
২৮৬ দিন পর বুধবার নির্বিঘ্নে পৃথিবীর মাটি ছুঁয়েছে সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর । ভারতীয় বংশোদ্ভূত সুনীতাকে নিয়ে দেশজুড়ে উন্মাদনা চলছে।
এরই মধ্যে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কের অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। দুর্গা পুজোর ৬ মাস আগেই সম্ভাব্য থিমের ঘোষণা করে জানালেন, “সুনীতাদের এই সফরকে আমরাও নিজেদের পুজোর থিমের মধ্যে দিয়ে উদযাপন করতে চাই। প্রাথমিক আলোচনাও সাড়া হয়ে গিয়েছে। বাকিটা পুজোর সময় মণ্ডপে এলেই দেখতে পাবেন!”
দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এবারে সেই থিমের লড়াই যে আরও হাড্ডাহাড্ডি আকার নিতে চলেছে বিজেপি নেতা সজল ঘোষের কথায় তা স্পষ্ট।

শহরের একাধিক বড় পুজোগুলির মধ্যে একটি হল লেবুতলা পার্ক। প্রতিবার তাঁদের থিম চমক থাকে। এবারেও যে তার ব্যতিক্রম হবে না, তার ইঙ্গিত মিলেছে সজলের কথায়। জানা যাচ্ছে, লেবুতলা পার্কে এবারে পুজোর থিম আন্তর্জাতিক স্পেস স্টেশন!

এবারে এই পুজো কমিটি ৯০ বর্ষে পা দেবে। পুজো মণ্ডপে ফুটে উঠবে সুনীতাদের মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার ঐতিহাসিক মূহূর্তের দৃশ্য! থিমের মাধ্যমে সুনীতাদের টানা ৯ মাস মহাকাশে আটকে থাকার দৃশ্যগুলোও ফুটিয়ে তুলবেন উদ্যোক্তারা।

অর্থাৎ পুজোর সময়ই মন্ডপে প্রবেশ করলেই উদ্যোক্তারাই আপনাকে নিয়ে যাবেন মহাকাশে!

