কলকাতা : আকাশ কখনো মেঘলা কখনো পরিস্কার। শরৎ কালে এমনটা অনভিপ্রেত। কিন্তু প্রকৃতির এই খামখেয়ালিপনার জন্য দায়ী আমরাই। আমরা প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতির স্বাভাবিকতা ছিন্ন করছি। তাই সেই প্রকৃতির রোষেই এই বিভ্রাট। সেকারণেই এবার প্রাকৃতিক স্বাভাবিকতাকে রক্ষা করার বার্তা দিয়েছে ‘সমাজসেবী সংঘ’ পুজো কমিটি। এ বছরের দুর্গোৎসবে তারা এক নিখুঁত গ্রামীণ চিত্র তুলে ধরেছে তাদের পুজো মন্ডপে। যেখানে গ্রামের ঢেকি, ধান, চাল থেকে শুরু করে মাটির সোদা গন্ধ নিয়ে খোদ ঘরনীও উপস্থিত। আর এই দৃশ্য দেখতেই ভিড় জমিয়েছেন অগনিত দর্শক। দেখুন ভিডিও
এ বারের পুজো প্রসঙ্গে ‘সমাজসেবী সংঘ’- এর সদস্য অংশুক সেনগুপ্ত বলেন, ‘ এটা পুজোর ৭৯ তম বর্ষ। আমাদের এবারের থিম কর্ষণ। মন্ডপে এই ছবি ফুটিয়ে তুলেছেন রাজু সরকার। ভাবধারা ও আবহসঙ্গীত গেয়েছেন লোপামুদ্রা মিত্র। কর্ষণ নামটা মানুষের কাছে খুবই পরিচিত। কৃষির দিকটাই এবার প্রোমোট করছি।
প্যান্ডেলের বাইরের দেখানো হয়েছে বিরাট বড় একটা লাঙল বিশাল কংক্রিটের জঙ্গলকে ভেঙে দিয়ে আমাদের শক্তিশালী মেসেজ দিচ্ছে যে আমরা যেন আমাদের শিকড়ে ফিরে যাই। আমরা শস্য – শ্যামলা নদীমাতৃক চাষের দেশে ফিরতে চাই। এই দিকটিকেই মানুষের মনে নাড়া দেওয়ার নানা ধরনের চিত্র দেখানো হয়েছে। এবারের প্রতিমা শিল্পীও রাজু সরকার। তবে আরেকটি কথাও বলতে হয়, এবছরের পুজোয় আমরা সবাই মনে-প্রানে মায়ের কাছে প্রার্থনা করছি অভয়া যেন সঠিক বিচার পায়।’