অর্পিতা বনিক: বনগাঁ মহকুমার সেরা পুজো গুলো মধ্যে অন্যতম হলো দত্ত পাড়ার ১১ পল্লীর পুজো ৷
এই পুজো তার অভিনব্যত্বের জন্য বিখ্যাত । এই বছরও তার ব্যতিক্রম নয়। ৫৭ তম বছরে পড়লো এই পুজো। সৃষ্টিশিলতা আর শিল্পকর্মের দিক থেকে দত্ত পাড়ার ১১ পল্লী সর্বজনীন বিগত বছর গুলোতে বহু পুরষ্কারে ভূষিত হয়েছে।
২০২৩-এর দুর্গাপুজোর আর দু’মাস ও বাকি নেই , এখন চলছে প্রস্তুতির তোড়জোড়। হাতেগোনা আর ৬০ দিন পুজোর বাদ্যি বেজে উঠবে।
বনগাঁ মহকুমার সেরা পুজো গুলোর মধ্যে অন্যতম হলো দত্ত পাড়ার ১১ পল্লীর পুজো ৷ এই পুজো তার অভিনব্যত্বের জন্য বিখ্যাত । এই বছরও তার ব্যতিক্রম নয়। ৫৭ তম বছরে পড়লো এই পুজো। সৃষ্টিশিলতা আর শিল্পকর্মের দিক থেকে দত্ত পাড়ার ১১ পল্লী সর্বজনীন বিগত বছরগুলোতে বহু পুরষ্কারে ভূষিত হয়েছে।
এ বছর ১১ পল্লীর থিম কি হচ্ছে কি ভাবে শিল্পী সাজিয়ে তুলবেন প্রতিমাকে। তা জানতে দেখুন ভিডিও :
এ বছর ১১ পল্লীর থিম হচ্ছে মহাকাল শিল্পী সেন্টু ভট্টাচার্য সাজিয়ে তুলবেন প্রতিমাকে ৷
এসব তথ্য জানিয়ে পুজো কমিটির সদস্যরা এক সুরে গাইলেন .
পূজো এল এল পূজো জয় দূর্গা বল
ধ্যাং কুড় কুড় ধ্যাং কুড় কুড় ঢাক বাজাবি চল…
পূজো এল এল পূজো জয় দূর্গা বল
প্রতিমার সাজ দেখতে ১১ পল্লী চল৷
এই লাইন পড়ে আপনাদেরও মনে পড়তেই পারে গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা সেই অনবদ্য গানটির কথা ! বাবুল বোসের সুরে গানটি
গেয়েছিলেন মিঠুন চক্রবর্তী।