Durga Puja 2023:কুমোরটুলির সুভাষ পালের হাত ধরেই সেজে উঠছে সোনাগাছির দুর্গা

0
497
শম্পাগুহ মজুমদার: কলকাতা

কলকাতার সোনাগাছির পুজো এবার ১১ বছরে পা রাখলো। সোনাগাছিতে পুজোর প্রস্তুতি শেষের পর্যায়। কুমোরটুলির সুভাষ পালের হাত ধরেই সেজে উঠছে সোনাগাছির দুর্গা প্রতিমা। গতকাল তৃতীয়াতে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে নানা বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

কামারহাটির বিধায়ক মদন মিত্র, হরনাথ চক্রবর্তী, মন্ত্রী শশী পাঁজা এবং বিশিষ্ট সমাজ সেবীদের ভাষণে প্রকাশ পেলো যৌন কর্মীদের প্রতি সহমর্মিতা ও তাদের পাশে থাকার আশ্বাস। কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে  উদ্বোধনী অনুষ্ঠানে পাশে না পেয়ে পুজোর উদ্বোধন করলেন প্রবীণ যৌনকর্মীরা। দুর্বারের ‘পুজোর মুখ’ এবার তাই যৌনকর্মীরাই। 

Previous articleRonaldinho: ‌কলকাতায় এসে মুগ্ধ, ভালবাসায় ভাসলেন জানালেন রোনাল্ডিনহো
Next articleDurga Puja 2023: বনগাঁ শহরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানান পুলিস সুপার জয়িতা বোস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here