Duare Sarkar: ‘‌দুয়ারে সরকার’‌ পেল জাতীয় সম্মান

0
430

দেশের সময় ওয়েবডেস্ক:‌ মমতা সরকারের কন্যাশ্রী প্রকল্প আগেই আন্তর্জাতিক খেতাব পেয়েছিল ।

আরও এক প্রকল্প স্বীকৃতি পেল এই রাজ্য সরকারের৷ জাতীয় সম্মান পেল ‘‌দুয়ারে সরকার’‌। ২ জানুয়ারি থেকে চালু হওয়ার কথা ছিল সেই প্রকল্পের। করোনার কারণে যদিও তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়েছে।

এই প্রকল্পকে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১–এ সম্মান দিল কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া (‌‌সিএসআই)। ভারতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয়েছে এই অলাভজনক সংস্থা সিএসআই। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। রাজ্যবাসীর দরজায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তারা দিল এই স্বীকৃতি। 

গত বিধানসভা ভোটের আগে এই ‘‌দুয়ারে সরকার’‌ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনবেন প্রশাসনের কর্মীরা। কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হলে তাঁকে সেই সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আবেদন করা যাবে। 

এই প্রকল্পকে সঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটিও গঠন করা হয়। সাধারণ মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ নেয় বাংলার সরকার। এবার সেই উদ্যোগই স্বীকৃতি পেল।

Previous article২২- জানুয়ারিই ভোট, আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়িতে, কী কী নিষেধাজ্ঞা কমিশনের জানুন
Next articleLocal Train: সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল, আজ থেকেই নির্দেশ কার্যকর ঘোষণা নবান্নের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here